কলকাতা, 25 জুন : ব্যাঙ্কের ব্যক্তিগত অ্যাকাউন্টে পড়ে রয়েছে 7 হাজার টাকা। আর চিন্তা ভাবনা ছিল একেবারে আকাশছোঁয়া । ইচ্ছা ছিল একাধিক কম্পানি গঠন করা এবং সেকেন্ড ডিভিশন খেলে এমন কোনও ক্লাবকে কিনে নেওয়া । অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে 7 হাজার টাকা । এমনই কীর্তি ধৃত দেবাঞ্জন দেবের ৷ রাতভর পুলিশি জেরায় ইতিমধ্যেই এই কথাগুলি গোয়েন্দাদের জানিয়েছে সে ৷
পরিবারকে বলত, সে একাধিক সমাজ সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছে । বর্তমানে সে একজন আইএএস ৷ দক্ষ আমলা ৷ এদিকে দেবাঞ্জন যে গাড়িটি ব্যবহার করছিল, সেটি ভাড়া করা । এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তদন্তের জন্য গাড়ির মালিককে জেরা করতে পারেন তদন্তকারীরা ।
মূলত দেবাঞ্জন নিজেকে অতিথিরূপে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবামূলক অনুষ্ঠানে দেখে খুবই খুশি হত । পরে ধীরে ধীরে পৌরনিগমের ঠিকাদারদের সঙ্গে আলাপ জমাতে শুরু করে দেবাঞ্জন । ঠিকাদারদের বলত, তাঁরা যেন সমস্ত কাজ দেবাঞ্জনের মারফত করে । তাতে সে ঠিকাদারদের কমিশন দেবে ।