কলকাতা, 14 জানুয়ারি: খাস কলকাতায় উদ্ধার জাল নোট (Fake Currency) । সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতের নাম সেলিম শেখ । তাঁর বাড়ি মালদা জেলায় । তাঁকে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 43 হাজার টাকা । এদিন ধৃত ব্যক্তিকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয় ৷
ধৃতকে জেরা করবে গোয়েন্দারা: কিন্তু এখন প্রশ্ন উঠছে এই ব্যক্তি কী কারণে 43 হাজার জাল নোট নিয়ে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল ৷ আর সেই রহস্যই ভেদ করতে চাইছেন গোয়েন্দারা । তার জন্য ধৃতকে জেরা করছে কলকাতা পুলিশ ৷ গোয়েন্দাদের অনুমান, এই ব্যক্তির সঙ্গে কোনও আন্তর্জাতিক জাল নোট কারবারীদের যোগ রয়েছে ৷ ধৃতকে নিজেদের হেফাজত নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তাদের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা ৷
ধৃতের শাগরেদকে আগেই পাকড়াও: সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে ধরা পড়ে রাকিবুল শেখ নামে 30 বছরের এক ব্যক্তি । তাঁর কাছ থেকেও উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার জাল নোট । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করেন গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, তাঁকে জেরা করেই সেলিম শেখ নামে এই ব্যক্তির হদিশ পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Kolkata Police Special Task Force) ।
এসটিএফের জালে অভিযুক্ত: জানা গিয়েছে, ওই ব্যক্তিকে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় ৷ তাঁকে দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের । এরপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল । তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় 43 হাজার টাকা ৷ সেগুলি পরীক্ষা করার পর জানা যায়, সেগুলি জাল নোট । এরপরেই স্থানীয় উত্তর বন্দর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয় । পরে ওই ব্যক্তিকে লালবাজারে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় আগে ধৃত রাকিবুলের সঙ্গে সেলিমকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷
আরও পড়ুন:ফের সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের, লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার এক