কলকাতা, 1 অগাস্ট : বর্তমান পরিস্থিতিতে সকলেই কোরোনা সংক্রমণের ভয়ে আতঙ্কিত ৷ একটু শরীর খারাপ করলেই কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করছেন ৷ কোরোনা পরীক্ষা করাতে গেলে দিতে হচ্ছে একগুচ্ছ টাকা ৷ এমন পরিস্থিতিতে যদি কেউ বলে খুব কম টাকায় পরীক্ষা করিয়ে দেবে ! হ্যাঁ ৷ হাসপাতালগুলিতে রোগী বা তাঁদের আত্মীয়দের কানের কাছে এসে এমনই খবর দিচ্ছিল কেউ কেউ ৷ কম খরচে কোরোনা পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল ৷ আর তাতে রাজি হতেই টাকার বিনিময়ে দেওয়া হচ্ছিল জাল কোরোনা রিপোর্ট ৷ তাতে ইচ্ছামতো নেগেটিভ বা পজ়িটিভ লিখে দেওয়া হত ৷
এমনই একটি রিপোর্ট আসে কলকাতা পুলিশের হাতে ৷ তারপর সেটা থেকেই কোরোনা পরীক্ষার এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেরা করে বিষয়টি জানতে পারে পুলিশ ৷ তারা বলে, চুরি করা হয়েছিল ICMR-র স্ট্যাম্প দেওয়া একটি ফর্ম ৷ তারপর সেটিকে জ়েরক্স করে একাধিক ফর্ম তৈরি করে চলছিল জালিয়াতি ৷