পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Call Center in Sector V: সেক্টর ফাইভে ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণা, গ্রেফতার 35 - প্রতারণাচক্র

সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণাচক্র চালানোর অভিযোগে 35 জনকে গ্রেফতার করল বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা (Fake Call Center in Sector V) ৷ অত্যাধুনিক গ্যাজেট ব্যবহার করে গলার স্বর বদলে বিদেশে প্রতারণা ফাঁদ পেতেছিল অভিযুক্তরা ৷

Fake Call Center in Sector V ETV BHARAT
Fake Call Center in Sector V

By

Published : Feb 24, 2023, 7:44 PM IST

ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশে প্রতারণার অভিযোগে গ্রেফতার 35 জন

বিধাননগর, 24 ফেব্রুয়ারি: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণার অভিযোগ (Fake Call Center in Salt Lake) ৷ ঘটনায় বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে ওই ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ৷ সেক্টর ফাইভের এরগো টাওয়ারের 1005 নম্বর অফিসে কৃষ্ণা ইনফোটেক নামে একটি ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ বিভিন্ন সংস্থায় পলিসি করিয়ে দেওয়ার নামে বিদেশ থেকে টাকা তুলত ধৃতরা ৷ ঘটনায় ভুয়ো সংস্থার মূল চক্রী কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 8 জনের 3 দিনের জন্য পুলিশ হেফাজত, ও বাকিদের 14 দিনের জন্য জেল হেফাজত হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, সেক্টর ফাইভে এরগো টাওয়ারের মতো অভিজাত বহুতলে এই ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ মূল অভিযুক্ত কৃষ্ণ শর্মা নিজের নামে সেই ভুয়ো সংস্থা খুলেছিলেন ৷ সেখানে বহু অল্প বয়সি যুবকদের দিতে এই প্রতারণা চক্র চালাতেন কৃষ্ণ শর্মা ৷ কৃষ্ণা ইনফোটেক নামে ওই ভুয়ো সংস্থার তরফে বিদেশে ফোন করা হতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সাহায্যে ৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে ফোন করা হত বীমা করানোর অজুহাতে ৷

এমনকি অনেককেই তাঁরা এভাবে ফাঁসিয়ে ছিলেন ৷ বীমা করানোর নাম করে বিদেশি মুদ্রা আত্মসাৎ করত অভিযুক্তরা ৷ এভাবে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এরগো টাওয়ারের 1005 নম্বর ঘরে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে চক্রের মূল পাণ্ডা কৃষ্ণ শর্মা রয়েছেন ৷ সেখান থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটল, হার্ড ডিস্ক, বহু মোবাইল ও ল্যান্ড ফোন, প্রিন্টার ও ইন্টারনেট রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন:অনলাইন প্রতারণা চক্রে আন্তর্জাতিক যোগ, মালদা পুলিশের জালে নাইজেরিয়ান

জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টারে প্রতারণা চক্র চালানো প্রত্যেক যুবক কমবেশি শিক্ষিত ৷ তা সত্ত্বেও এই প্রতারণা চক্রে কীভাবে জড়িয়ে পড়লেন তাঁরা, সেটাই ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের ডিসি বিশ্বজিৎ ঘোষ নিজে তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছেন ৷ ওই ভুয়ো কল সেন্টার টিকে সিল করে দেওয়া হয়েছে ৷ মোট কতজনকে এভাবে প্রতারণার জালে ফাঁসিয়েছেন এবং কত টাকার প্রতারণা করেছে ধৃতেরা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details