বিধাননগর, 24 ফেব্রুয়ারি: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণার অভিযোগ (Fake Call Center in Salt Lake) ৷ ঘটনায় বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে ওই ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ৷ সেক্টর ফাইভের এরগো টাওয়ারের 1005 নম্বর অফিসে কৃষ্ণা ইনফোটেক নামে একটি ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ বিভিন্ন সংস্থায় পলিসি করিয়ে দেওয়ার নামে বিদেশ থেকে টাকা তুলত ধৃতরা ৷ ঘটনায় ভুয়ো সংস্থার মূল চক্রী কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 8 জনের 3 দিনের জন্য পুলিশ হেফাজত, ও বাকিদের 14 দিনের জন্য জেল হেফাজত হয়েছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, সেক্টর ফাইভে এরগো টাওয়ারের মতো অভিজাত বহুতলে এই ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ মূল অভিযুক্ত কৃষ্ণ শর্মা নিজের নামে সেই ভুয়ো সংস্থা খুলেছিলেন ৷ সেখানে বহু অল্প বয়সি যুবকদের দিতে এই প্রতারণা চক্র চালাতেন কৃষ্ণ শর্মা ৷ কৃষ্ণা ইনফোটেক নামে ওই ভুয়ো সংস্থার তরফে বিদেশে ফোন করা হতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সাহায্যে ৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে ফোন করা হত বীমা করানোর অজুহাতে ৷