কলকাতা, 20 এপ্রিল : ফোনে এক চিকিৎসক ও একজন ব্যাঙ্ক অফিসার কথা বলছেন ৷ বর্তমানে সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই কথোপকথন ৷ চিকিৎসককে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক লাখ কোরোনা আক্রান্ত রয়েছে ৷ সরকার সব তথ্য গোপন করছে ৷ হোয়াটসঅ্যাপে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অডিয়ো ক্লিপটি ৷ বিষয়টি নজরে এসেছে পুলিশের ৷ এই গুজব কে কী উদ্দেশ্যে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও জানানো হয়, ওই কথোপকথন সম্পূর্ণ মিথ্যে ৷
দিন কয়েক আগে হুগলির এক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এমন কী, রাজ্য BJP-র একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ারও করা হয় । ভাইরাল এই ভিডিয়োটিতে দেখা যায়, এক ব্যক্তি লকডাউনে রেশন সামগ্রী পাচ্ছেন না বলে রীতিমতো কাঁপা গলায় অভিযোগ করছেন । ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য প্রশাসনের অন্দরমহলে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে ব্যক্তি ওই অভিযোগ তুলেছেন, তিনি এক প্রাক্তন যাত্রাশিল্পী । বসিরহাটের বেগমপুরের বাসিন্দা মোবারক মণ্ডল । এখন আদতে তিনি ভ্যান চালান । ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে এক বাগানের মধ্যে নিয়ে গিয়ে অভিনয় করতে বলে । তিনি সেটাই করেছিলেন । অন্তত পুলিশের কাছে মোবারক তেমনই দাবি করেছেন । মোবারকের এই অভিনয়ের ভিডিয়োই ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায় । ঘটনার জেরে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে ওই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।