কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যে ভোট পরবর্তী হিংসা-সহ বিভিন্ন সময় মানবাধিকার লংঘনের অভিযোগ উঠেছে । এবার এই নিয়ে তদন্ত করতে রাজ্যে এল উচ্চ পর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বুধবার কলকাতার আইসিসিআর সভাগৃহে বৈঠকে বসে ওই তদন্ত কমিটি । এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা । এছাড়াও ছিলেন একাধিক বিজেপি নেতা (Fact Finding Committee to Probe in Post Poll Violence)।
রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত কর্মী-সমর্থকরা আহত হয়েছিলেন, তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে ছিল আজকের এই বৈঠক । এমনকী যেসব সংবাদমাধ্যমের উপরে অনৈতিকভাবে মিথ্যা মামলা আরোপিত হয়েছে, তাদেরও আজকের এই বৈঠকে আসার আবেদন জানানো হয়েছিল ।
রাজ্যে ভোট পরবর্তী সময় বিভিন্ন জায়গায় সন্ত্রাস দেখা গিয়েছে । বিরোধীদের অভিযোগ, এর পেছনে রয়েছে শাসকদলের হাত । বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযোগ উঠেছে । তাই 'ল-ইর্য়াস ফর জাস্টিস' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) একটি উচ্চ পর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে । এছাড়াও বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিষয়গুলিও জানানো হয়েছিল ।
প্রতিনিধি দলের অন্যতম সদস্যা আইনজীবী চারু ওয়ালিখান্না বলেন, "আমরা কোনও রাজনৈতিক রং দেখে এখানে আসিনি । নিরপেক্ষ তদন্ত করার স্বার্থেই পশ্চিমবঙ্গে এসেছি । শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে যখনই এই ধরনের সন্ত্রাস কিংবা বিশৃঙ্খলার খবর পেয়েছি, তখনই আমরা সেখানে ছুটে গিয়েছি । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার প্রতিকার করার চেষ্টা করেছি ।"