পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্ট, ধৃত বাংলাদেশি - bangladeshi-youth-arrested

ভারতীয় সেনাকে নিয়ে সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্টের জেরে নিউটাউন থেকে গ্রেপ্তার হল বাংলাদেশি যুবক ৷

ফাইল ফোটো

By

Published : Aug 11, 2019, 6:14 AM IST

Updated : Aug 11, 2019, 1:38 PM IST

রাজারহাট, 11 অগাস্ট: ভারতীয় সেনাকে নিয়ে সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট । নিউটাউন থেকে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পরিচয়পত্র ।

শাহিনুর রহমান । বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । থাকে নিউটাউনে । এতদিন পর্যন্ত তার পরিচয় জানা ছিল না কারোর । সময়ে সময়ে নাম পরিবর্তন করত । কখনও নিজেকে পরিচয় দিত মুকুল শেখ হিসেবে আবার কখনও মুকুল হালদার । গতকাল নিউটাউনের গৌরাঙ্গনগর থেকে তাকে গ্রেপ্তারের পরই আসল পরিচয় জানতে পারে নিউটাউন পুলিশ ।

সম্প্রতি দেশ থেকে বিলোপ হয়েছে 370 ধারা । তার আগে থেকেই কাশ্মীরে মোতায়েন ছিল সেনাবাহিনী । 370 ধারা বিলোপের পর ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্ট করে শাহিনুর । যা নিয়ে অভিযোগ দায়ের হয় । গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে । বাড়ি থেকে উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র । জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না তা জানতে জেরা করছে পুলিশ ।

পুলিশের তরফে জানানো হয়েছে, শাহিনুরের কাছ থেকে মুকুল শেখ ও মুকুল হালদার নামের একাধিক ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে । এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি বাংলাদেশের পাসপোর্ট, একটি আধার কার্ড, নিউটাউন-বাঁকুড়াসহ বিভিন্ন জায়গার ঠিকানা দেওয়া প্যান কার্ড ও ভোটার কার্ড । তার বিরুদ্ধে IPC-র 419, 420, 467, 468, 471, 120B ধারায় মামলা রুজু করা হয়েছে।

Last Updated : Aug 11, 2019, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details