কলকাতা, 18 এপ্রিল : ইদানিং এই নতুন অ্যাপে মজেছেন অনেকে । অ্যাপটিতে নিজের ছবি আপলোড করে ক্লিক করুন । বার্ধক্যে কেমন দেখতে হবেন, তা মুহূর্তেই মোবাইলে স্ক্রিনে হাজির হচ্ছে । যখন বয়স বাড়বে তখন কেমন হবে স্কিন টোন, চুলের রং তাই নিয়েই মজে নেটিজেনরা । তবে সাবধান । আপনি যখন দৃষ্টিসুখে বিভোর তখন একে একে আপনার সব তথ্য মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে ।
কী এই ফেস অ্যাপ :
- মূলত একটি মজার অ্যাপ ।
- এর মাধ্যমে আপনি বয়সকালে কেমন দেখতে হবেন তা দেখা যায়।
- এমন কী পরিবর্তন করতে পারেন স্কিন টোন, চুলের রং ।
- অল্প বয়সে কেমন দেখতে হবেন তা দেখা যায় ।
- পুরুষের বদলে পরিবর্তন করে স্ত্রীর মুখও করা যেতে পারে ।
কতটা নিরাপদ এই অ্যাপ :
তবে এই ফেস অ্যাপ কতটা নিরাপদ তা নিয়ে উঠেছে প্রশ্ন । ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিংয়ের অধিকর্তা সন্দীপ সেনগুপ্ত বলছেন,
- আপাতদৃষ্টিতে এই অ্যাপটিতে মজে রয়েছে মানুষজন । তবে মজার ছলে আপনার সমস্ত গোপনীয় তথ্য তাদের হাতে চলে যেতে পারে । ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, ফোন নম্বর, ঠিকানা, ছবি সবকিছু মুহূর্তেই চলে যেতে পারে অন্যের হাতে ।
- ফেস অ্যাপে শুধুমাত্র বয়স বাড়ানো কমানো নয়, স্কিন টোন, চুলের রং পরিবর্তন করা যেতে পারে । তবে যে সংস্থা এই অ্যাপ বাজারে এনেছে তারা প্রচুর ছবি ও তথ্য সংগ্রহ করছে এই অ্যাপের মাধ্যমে ।
- আজকাল অনেকে ফেস রিকগনিশনের মাধ্যমে ল্যাপটপ বা ফোন খোলেন । তাই আমাদের ফেস শুধুমাত্র আমাদের পরিচিতি নয় এটা আমাদের ডিভাইসের পাসওয়ার্ডও । এটা শুধু ফেসের ডেটাবেস নয় পাসওয়ার্ডেরও ডেটাবেস । এই ডেটাবেসের মাধ্যমে একজনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যেতে পারে ।
- বৃহত্তর ক্ষেত্রে এতে দেশের নিরাপত্তাতেও সমস্যা তৈরি করতে পারে । তাই সামান্য মজার জন্য নিজের প্রাইভেশি নষ্ট করার আগে ব্যবহারকারীদের দু'বার ভাবা উচিত । আমরা যখন এই অ্যাপ ইনস্টল করছি তখন আমাদের ফোটো গ্যালারি বা ক্যামেরায় অ্যাকসেস পাচ্ছে । এমন নয় তো, এই অ্যাপটি আমাদের গ্যালারি থেকে সব ছবি তোলা শুরু করেছে ।
- আজকাল গুগলের অ্যাপ স্টোরে অনেক অ্যাপই ম্যালওয়ার ছাড়া আর কিছু নয় । তাই এই অ্যাপ এতটাই জরুরি নয় যে আগামী দশবছর পর কেমন দেখতে হতে পারে সেজন্য আমরা আমাদের গোপনীয়তা, পাসওয়ার্ড সব দিয়ে দেব ।
- তাহলে কি এই অ্যাপ ব্যবহার করা উচিত ? বিশেষজ্ঞদের মতে, সামান্য মজা ছাড়া এই অ্যাপ কিছু দেয় না । এটা ব্যবহার করে তেমন কোনও মহৎ কার্যসিদ্ধি হচ্ছে না । তাই এড়িয়ে যাওয়া যেতে পারে এই অ্যাপটিকে ।
- এছাড়া এগুলি সব থার্ড পার্টি হ্যাকিং অ্যাপ । এরা এইসব তথ্যকে নাশকতামূলক কাজেও ব্যবহার করতে পারে ।
তাই নিজেকে বয়স্ক দেখার মজায় আপনি হারাতে পারেন আপনার গোপন তথ্য । সাবধান ।