কলকাতা, 15 নভেম্বর: চিকিৎসকরা বলেন টেনশন বা অ্যাংজাইটি কাটাতে বুক ভরে নিঃশ্বাস নিন । তবে এখন নিঃশ্বাস নিলেও টেনশন । কারণ আমরা জানি না, যে বাতাস আমাদের বুকে ঢুকছে তাই বিষাক্ত । ফলাফল সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ । ছোট থেকে বড়, বেশিরভাগ শ্বাসজনিত সমস্যায় জর্জরিত । তা থেকে বাঁচতে কী করণীয়, উপায় বাতলালেন বুদ্ধদেব ভট্টাচার্যর চিকিৎসক কৌশিক চক্রবর্তী ।
আজ বিশ্ব সিওপিডি দিবস । বাড়ছে জনসংখ্যা । বাড়ছে যানবাহন । শহুরে জীবনযাপন যতই উন্নত হচ্ছে ততই খেসারতও গুনতে হচ্ছে আমাদের শরীরের । বিভিন্ন কারণে বাড়ছে বায়ু দূষণ । তবে শুধু বায়ু দূষণই যে সিওপিডির একমাত্র কারণ তা নয়, তবে অন্যতম প্রধান কারণ । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত । এই সমস্যা নিয়ে তাঁকে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, সিওপিডি থেকে বাঁচতে হলে ধোঁয়া থেকে বাঁচতে হবে । তবে সেটি সম্ভব নয় । তাই যতটা সম্ভব এই বিষয় সচেতন থাকা জরুরি । আগে মনে করা হত যে পুরুষদের মধ্যে এই রোগ হয় বেশি হয় । তবে জানলে অবাক হতে হবে যে প্রত্যন্ত গ্রামের মহিলাদের মধ্যেও এই রোগ দেখা যাচ্ছে । গ্রামীণ মহিলারা উনুনের আঁচে রান্না করেন । শুধু তাই নয়, রান্নাঘরের মধ্যে একটা বদ্ধ জায়গায় রান্না করার জন্য ধোঁয়া বেরোতে পারে না । এমনকী বাড়িতে যে ধূপকাঠি জ্বালানো হয় তার থেকেও এই সমস্যা হতে পারে ।
এতদিন ভুল ধারণা ছিল যে যারা ধূমপান করেন তাঁদের মধ্যেই মূলত সিওপিডি দেখা যায় । যারাই অনেকক্ষণ ধরে ধোঁয়ার মধ্যে থাকেন তাঁদেরই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । কারণ ধোঁয়ার মধ্যে থাকা সালফার অক্সাইড, কার্বন ফুসফুসের ভেতরে প্রবেশ করে সম্প্রসারণ ক্ষমতা তাকে নষ্ট করে দেয় । এরফলে শ্বাসনালিগুলি দিনে দিনে সরু হয়ে যায় । আসলে একে প্রগ্রেসিভ ডিজিস বলা হয় । অর্থাৎ যতদিন যাবে রোগ আরও বাড়তে থাকবে । তথ্য বলছে, ধীরে ধীরে সিওপিডি একটি মহামারীর আকার ধারণ করতে পারে । পাঁচটির মধ্যে প্রতি বাড়িতে একজন এই রোগে আক্রান্ত হবেন । তিনি বলেন, "এই রোগকে পুরোপুরিভাবে নিরাময় যায় না । তবে সঠিক চিকিৎসার সাহায্যে সাময়িকভাবে ভালো থাকবেন রোগী ।"