কলকাতা, 30 নভেম্বর: বঙ্গ বিজেপির (BJP) ইন্টেলেকচুয়াল সেলে (Intellectual Cell) 25টি এক্সিকিউটিভ পদে সদস্য নিয়োগ করা হল । এই পদগুলির সদস্যদের নামও ঘোষণা করেছেন রাজ্য বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের প্রধান কনভেনর পুলকনারায়ণ ধর ।
এর আগে কলকাতা জেলা তথা অন্য জেলাগুলিতে ইন্টেলেকচুয়াল সেলে কো-কনভেনর থাকলেও এতদিন পর্যন্ত এক্সিকিউটিভ (Executive) পদে কোনও সদস্য নিয়োগ হয়নি । মূলত, সমাজের বুদ্ধিজীবী এবং শিক্ষক বা অধ্যাপকদের এই পদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে ।
বেশ কয়েক মাস আগে এই সেলের প্রধান কনভেনার পদে এসেছেন পুলকনারায়ণ ধর ৷ এরপর কনভেনারদের নাম ঘোষণা করা হলেও এতদিন পর্যন্ত এক্সিকিউটিভ সদস্যদের নাম ঘোষণা হয়নি ৷ এবার সেই কাজই হল । বিজেপি সূত্র থেকে জানানো হয়েছে, এক্সিকিউটিভ সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে । প্রয়োজনে এই তালিকা আরও বাড়তে পরে বলেই মনে করা হচ্ছে ।
পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Polls 2023) পাখির চোখ করে ঘর সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির । তাই শক্তিশালী করা হচ্ছে দলের সবকটি সেল । সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই এই 25 জনকে নিয়োগ করা হল বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:বিধানসভা ভোট-পরবর্তী মামলা, আজ '1956' বই প্রকাশ শুভেন্দুর