কলকাতা, 23 ফেব্রুয়ারি : মা উড়ালপুল নিয়ে এবার নয়া ভাবনা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের । চিনা মাঞ্জার হাত থেকে গাড়ি চালকদের রেহাই দিতে এবার গোটা মা ফ্লাইওভার কাঁটাতারে মুড়তে চলেছে কলকাতা পুলিশ। ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে ।
চিনা মাঞ্জার প্রকোপ কমানোর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের সময়ে শহরজুড়ে মিটিং-মিছিলে সাধারণ মানুষকে নাজেহাল হতে হবে না বলেও বার্তা দিলেন নগরপাল ট্রাফিক সন্তোষ পাণ্ডে ।
ইটিভি ভারতে মুখোমুখি হয়ে সন্তোষ পাণ্ডে বলেন,"মা উড়ালপুল তপসিয়ার দিকে মাঝেমধ্যেই চিনা মাঞ্জায় বাইক আরোহীরা জখম হওয়ার ঘটনা ঘটে ৷ প্রাণও গিয়েছে অনেকের ৷ তাই কলকাতা পুলিশের তরফে নয়া কৌশল নেওয়া হয়েছে । আমরা ওই দিকে কাঁটাতার লাগিয়েছি ৷ এবং ভালো সাড়া পেয়েছি । আপাতত কিছুটা হলেও কম হয়েছে এই সমস্ত ঘটনা । আর কয়েক মাস পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু থাকবে । ভালো সারা পেলে গোটা উড়ালপুল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলব । তাতে চিনা মাঞ্জা অনেক কম হবে । পাশাপাশি গাড়ি ধাক্কা লেগে কোন ব্যক্তি পড়ে যাওয়ার সম্ভবনা কমে যাবে।
উড়ালপুলে দুর্ঘটনা রুখতে কাঁটাতারে মুড়তে চলছে মা
চিনা মাঞ্জার প্রকোপ কমানোর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের সময়ে শহরজুড়ে মিটিং-মিছিলে সাধারণ মানুষকে নাজেহাল হতে হবে না বলেও বার্তা দিলেন নগরপাল ট্রাফিক সন্তোষ পাণ্ডে ।
santosh panday
পাশাপাশি শহরে মিটিং-মিছিলে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, তা নিয়েও বার্তা দেন সন্তোষ পাণ্ডে ৷ বলেন, ‘‘আমাদের কলকাতা ট্রাফিক কলকাতা পুলিশের কর্মীরা যথেষ্ট দক্ষতা সঙ্গে ভিড় সামলানোর কাজ করেন ৷ একটি রাস্তা বন্ধ হলে আরও চারটি রাস্তা খুলে যাতে সাধারণ মানুষকে গন্তব্যে নির্বিঘ্নে পৌছে দেয়া যায় তার ব্যবস্থা করতে তাঁরা সিদ্ধহস্ত ।’’
TAGGED:
JCP Traffic Santosh Panday