কলকাতা, ৭ মার্চ : ফের দুই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে গিয়ে তারা ধরা পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় এখনও পর্যন্ত মোট ১৬ জন পরীক্ষার্থীকে মোবাইলসহ ধরা হয়। অপরাধের গুরুত্ব বুঝে কয়েকজন পরীক্ষার্থীর রেজিস্ট্রশনও বাতিল করা হয়। কয়েকজন পরীক্ষার্থীর সেই দিনের পরীক্ষা বাতিল হয়। আবার কয়েকজনের সব পরীক্ষাই বাতিল করা হয়েছে।
মোবাইল নিয়ে ২ জন পরীক্ষাকেন্দ্রে, বাতিল পরীক্ষা - hs examination
পরীক্ষাকেন্দে মোবাইল নিয়ে ধরা পড়ায় পরীক্ষা বাতিল হল দুই পরীক্ষার্থীর। আজ পরীক্ষা শেষে একটি বিবৃতি দিয়ে সংসদের তরফে জানানো হয়েছে, নদিয়া জেলার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ জেলার সালার এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। ওই দুই পরীক্ষার্থীর এবছরের সমস্ত পরীক্ষা বাতিল করা হচ্ছে।
আজ কমার্শিয়াল ল' অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ফিলোজ়ফি এবং সোশিওলজির পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে একটি বিবৃতি দিয়ে সংসদের তরফে জানানো হয়েছে, নদিয়া জেলার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ জেলার সালার এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। ওই দুই পরীক্ষার্থীর এবছরের সমস্ত পরীক্ষা বাতিল করা হচ্ছে।
পরীক্ষা শুরুর আগে সাংবাদিক বৈঠক করে সংসদ জানিয়েছিল, পরীক্ষা হলে মোবাইল নিয়ে ধরা পড়লে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে। পরীক্ষার প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট পাঁচজন পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে। সেই পাঁচজনের পরীক্ষা বাতিল করার পাশাপাশি সংসদ তাদের রেজিস্ট্রেশনও বাতিল করার সিদ্ধান্ত নেয়। পরে আরও দু’জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়ায় তাদের সেইদিনের পরীক্ষা বাতিল করা হয়। তারপর আরও ৭ জন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ে। আজ আরও ২ জন ধরা পড়ল। ওই দুইজনের এবছরের সমস্ত পরীক্ষা বাতিল করল সংসদ।