কলকাতা, 29 জুন : হুল দিবস উপলক্ষে পিছল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা (Exam Postpone of Calcutta University for Hul Diwas)৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার স্নাতক স্তরে পরীক্ষা নেওয়ার কথা ছিল ৷ সেই পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবারই একটি বিজ্ঞপ্তি জারি করে আগামিকাল স্নাতক স্তরের যে পরীক্ষাগুলি নেওয়ার কথা ছিল সেগুলো পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে।