কলকাতা, 22 ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি জেলে আহত পার্থ চট্টোপাধ্যায় । জানা গিয়েছে, গত সপ্তাহে শেষের দিকে আচমকা সংশোধনাগার চত্বরে হাঁটাহাঁটি করতে গিয়ে পড়ে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee Injured in Presidency Jail Custody) । তাতে তাঁর মুখে এবং বুকে চোট লাগে বলে সংশোধনাগার সূত্রে খবর । এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয় ।
এরপরই বুধবার এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়কে (Ex WB Education Minister Partha Chatterjee) দেখতে আসেন । যদিও প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো রয়েছেন । তাঁর যে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল, তাতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন । তবে গোটা ঘটনাটি এতদিন পর কেন প্রকাশ্যে এল সেই নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে । এর কারণ, প্রেসিডেন্সি সংশোধনাগারে একাধিক কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে অপরাধীরা বন্দি রয়েছেন । ফলে তাদের কারও সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গণ্ডগোল হয়েছিল কি না, সেই বিষয়েও ইতিমধ্যেই আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ।