কলকাতা, 9 মার্চ: ক্যাম্পাসেরই ঝিল থেকে উদ্ধার করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর দেহ (Ex Student Dead Body in Jadavpur University) ! বুধবারের এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ মণ্ডল (Muhammad Asif Mandal) ৷ 24 বছরের ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ৷ তারা অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ৷ তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে আসিফের ৷ কিন্তু, তাঁর জলে পড়ে যাওয়া কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনই বলা সম্ভব নয় ৷ পুলিশের একাংশের প্রাথমিক অনুমান, আসিফ মদ্যপান করেছিলেন ৷ তাহলে কি নেশার ঘোরে বেসামাল হয়ে জলে পড়ে যান আসিফ ? উত্তর খুঁজছে পুলিশ ৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তাদের নথি অনুসারে মহম্মদ আসিফ মণ্ডল বেহালার পর্ণশ্রী এলাকার বসিন্দা ৷ তিনি স্থাপত্য বিভাগের প্রাক্তন পড়ুয়া ৷ আসিফের দেহ যখন উদ্ধার করা হয়, তখন তাঁর পরনে ছিল নীল জিন্স ও টি শার্ট ৷ তাঁর পায়ে জুতোও পরা ছিল ৷ আর তা দেখেই মনে করা হচ্ছে, ঝিলে নামার কোনও পরিকল্পনা আসিফের ছিল না ৷ কারণ, তেমনটা হলে তাঁর পায়ে জুতো থাকত না ৷