কলকাতা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষদিনে সন্ত্রাস দেখেছে রাজ্য ৷ 24 ঘণ্টায় হিংসার বলি হয়েছেন 5 জন ৷ "এটাতো কিছুই নয় । পশ্চিমবঙ্গে আগামী একমাসে আইনশৃঙ্খলার অবস্থা কেমন হতে চলেছে তা দেখিয়ে দিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ।" ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রাক্তন কমান্ডো দ্বীপাঞ্জন চক্রবর্তী ।
ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, গোটা ঘটনা পুলিশ ফেলিওর । পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যের নির্বাচন কমিশন পুরোপুরি দলদাস । আগামী নির্বাচনে কী অবস্থা হতে চলেছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ আজকের ভাঙড় । পুলিশ বাহিনীকে রাজ্য সরকার আগেই দলদাসে পরিণত করেছিল ৷ এবার নির্বাচন কমিশনকেও দলদাসে পরিণত করেছে । এখন যদি বিরোধী দলের প্রতিনিধিরা বা প্রার্থীরা আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিহত করে, রাজ্যে আইনশৃঙ্খলের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে । আর এর জন্য দায়ী থাকবে একমাত্র রাজ্য সরকারের ।
"পশ্চিমবঙ্গের কোনও আইপিএস আধিকারিকের মেরুদণ্ড নেই । সিদ্ধিনাথ গুপ্তাও অত্যন্ত দক্ষ আধিকারিক । কিন্তু হয়তো তাঁকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছে কিংবা তাঁকেও জোরজবরদস্তি দলদাসে পরিণত করা হয়েছে । ফলে এই প্রকারের ঘটনার দায় অবশ্যই মুখ্যমন্ত্রীর থেকে যায় কারণ তিনি হোম মিনিস্টার ।"