পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী - রাজভবনে শুভেন্দু অধিকারী

"যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেতাদের পাঠানো লিস্ট অনুযায়ী যে নিয়োগ হয়েছে সেই লিস্টগুলোর সবটাই পার্থ চট্টোপাধ্যায় সমন্বয় করে নিয়োগ করেছে ।" বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari at Raj Bhavan)।

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

By

Published : May 18, 2022, 11:01 PM IST

কলকাতা, 18 মে : "স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতির ঘটনা । দুর্নীতির মূলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।" রাজভবনে পার্থ চট্টোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari at Raj Bhavan) ।

লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন চেয়ারম্যান এবং আরটিআই কমিশনারের নিয়োগের নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী স্বয়ং । বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী 23 মে এই তিনটি পদে নিয়োগের জন্য তাঁকে নবান্নে ডাকা হয়েছে । এর আগে বিধানসভায় এই পদগুলি নিয়োগের জন্য যে বৈঠক হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে তা ঘোষণা করতে হবে । নবান্ন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নয় সেটি মুখ্যমন্ত্রী অবশেষে বুঝেছেন এবং বাধ্য হয়ে বিরোধী দলনেতাকে নবান্নে ডেকেছেন । তাঁর মত, এই তিনটি পদের নিয়োগের পক্ষে তিনি ৷ তবে সম্পূর্ণটা আইন মেনেই এবং সংবিধান মেনেই হতে হবে ৷

রাজভবনে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন :এসএসসি চেয়ারম্যান পদে ইস্তফা সিদ্ধার্থ মজুমদারের, বসছেন শুভ্র চক্রবর্তী

এসএসসি নিয়োগ দুর্নীতির মূল পান্ডা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলে সরাসরি অভিযোগ করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেতাদের পাঠানো লিস্ট অনুযায়ী যে নিয়োগ হয়েছে সেই লিস্টগুলোর সবটাই পার্থ চট্টোপাধ্যায় সমন্বয় করে নিয়োগ করেছে ।" আদালত বুধবার যে রায় দিয়েছে তার জন্য বিচার ব্যবস্থাকে কুর্নিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী । আগামী 2024 সালে বিধানসভায় এবং লোকসভার নির্বাচন একই সঙ্গে হবে বলে আবার দাবি তোলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details