কলকাতা, 13 নভেম্বর:প্রয়াত হলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ সোমবার হায়দরাবাদের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে ৷
সিপিএম নেতা মহম্মদ সেলিম আজ তাঁর এক্স হ্যাান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত বাম নেতাকে ৷ বাসুদেব আচারিয়ার একটি ছবি পোস্ট করে সেলিম লেখেন, "প্রবীণ সাংসদ ও শ্রমিক সংগঠনের নেতা কমরেড বাসুদেব আচারিয়া আজ হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তিনি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ও রাজ্য কমিটির সদস্য ছিলেন ৷ বাম-গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।"
সিপিএম রাজ্য কমিটির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও শোক প্রকাশ করে টুইট করা হয়েছে । লেখা হয়েছে, "সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া 81 বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন । দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন । বাম-গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।"