কলকাতা, 28 জুন : কলেজে ভরতির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন, ''উদ্বেগের কোনও কারণ নেই । সকলেই ভরতি হতে পারবেন ।''
বিভিন্ন কলেজে চলছে ভরতি প্রক্রিয়া । দুর্নীতি এড়াতে অনলাইনের মাধ্যমে চলছে পুরো প্রক্রিয়া । তাও পড়ুয়াদের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে । এ প্রসঙ্গেই পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী । বিধানসভায় তিনি জানালেন, কলেজে সকলেই ভরতি হতে পারবেন । যাঁদের অনলাইন অ্যাপ্লিকেশনে ভুল আছে বা কোনও কারণে অনলাইনে ঠিক মতো ফর্ম পূরণ হয়নি তারা শিক্ষা দপ্তরের টোল ফ্রি নম্বর বা অভিযোগ বাক্সে আবেদন জানাতে পারবেন ।