কলকাতা , 28 সেপ্টেম্বর : লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল । বাদল অধিবেশনে বিরোধীদের এই প্রশ্ন নিয়ে কোনও তথ্য কেন্দ্রের কাছে ছিল না ৷ বিরোধীদের অভিযোগ, বাদল অধিবেশনে একাধিক প্রশ্নে কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না । আর আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে ৷
"প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে", কেন্দ্রকে আক্রমণ মমতার - Mamata Banerjee attacked the Central goverment
বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে , তাদের কাছে এই সংক্রান্ত কোনও তথ্যই নেই। এরকম একাধিক ইশুতে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই বলে বিরোধীরা অভিযোগ তোলে । এই ইশুতে কেন্দ্রকে আক্রমণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ একটি টুইট করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন , ’’আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস । বাদল অধিবেশন চলাকালীন কীভাবে কেন্দ্রীয় সরকারের (GOI ) রূপ প্রকাশ্যে এসেছে , তা দেখে আমি সত্যিই অবাক ৷ বেশিরভাগ প্রশ্নেই, কেন্দ্রের কাছে কোনও তথ্য ছিল না ৷ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে । সরকার জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। ’’
উল্লেখ্য, বাদল অধিবেশন চলাকালীন লকডাউনে ঘরে ফেরার সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল বা তাঁদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছিল , এই বিষয়ে কোনও তথ্য রাখা হয়নি ৷ তাদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন করলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় , এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি বলে সেক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নও ওঠে না ৷ এবার এই ইশুতে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
TAGGED:
মমতা বন্দ্যোপাধ্যায়