পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলছে প্রতিবাদ, আজও বাতিল রাজ্যের একাধিক ট্রেন - NRC

NRC, নাগরিকত্ব (সংশোধনী) আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ, আন্দোলন । তার জেরে আজও নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার ও পূর্ব রেলওয়ের বাতিল একাধিক ট্রেন । ট্রেন বাতিলের জেরে বিপাকে সাধারণ যাত্রীরা ৷

multiple trains canceled in WestBengal
আজও বাতিল রাজ্যের একাধিক ট্রেন

By

Published : Dec 17, 2019, 3:14 PM IST

Updated : Dec 17, 2019, 7:36 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ, আন্দোলন । তার জেরে আজও উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার ও পূর্ব রেলওয়ের বাতিল একাধিক ট্রেন । উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে ও পূর্ব রেলের নিউ ফরাক্কা আজিমগঞ্জ ও কৃষ্ণনগর লালগোলা শাখায় বিক্ষোভের জেরে আজ বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ।

যেসব আপ ট্রেন আজ ছাড়ার কথা ছিল সেগুলির বাতিল করা হয়েছে । একনজরে দেখেনিন সেই তালিকা :

  • 13141 ভূপেন হাজারিকা আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস
  • 13033 আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস
  • 15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
  • 13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস
  • 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13063 আপ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস
  • 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13169 আপ শিয়ালদা সহর্ষ এক্সপ্রেস
  • 12041 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • 12345 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 13103 শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেস
  • 13113 কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 15711 হাওড়া কাটিহার উইকলি এক্সপ্রেস

যেসব ডাউন ট্রেনগুলি বাতিল করা হয়েছে এক নজরে সেই তালিকা । (এই ট্রেনগুলি শিয়ালদা, হাওড়া, কলকাতা, নবদ্বীপ ধামের পৌঁছানোর কথা ছিল)

  • 13142 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13146 ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস
  • 13164 ডাউন শহর শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 13034 ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস
  • 15960 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস
  • 13422 ডাউন ডাউন মালদা টাউন নবদ্বীপ ধাম এক্সপ্রেস
  • 13466 ডাউন মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 12346 ডাউন গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • 13148 ডাউন বামন হাট শিয়ালদা উত্তর বাংলা উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 13150 ডাউন আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 12344 ডাউন নিউ জলপাইগুড়ি শিয়ালদা দার্জিলিং মেল
  • 12378 ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
  • 15712 ডাউন কাটিহার হাওড়া উইকলি এক্সপ্রেস
  • 12042 ডাউন নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 13064 ডাউন বালুরঘাট হাওড়া এক্সপ্রেস
  • 13104 ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস
  • 13162 ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস
  • 13176 ডাউন শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

এদিকে টানা বাতিলের জেরে বিপাকে সাধারণ যাত্রীরা । ট্রেন না পেয়ে তাঁদের কার্যত রাত কাটছে স্টেশনেই । কবে পরিস্থিতি স্বভাবিক হবে সেই দিকেই তাকিয়ে যাত্রীরা ৷

দেখুন ভিডিয়ো
Last Updated : Dec 17, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details