কলকাতা, 15 অক্টোবর:আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন রয়েছে। যে অধিবেশনে বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়টি আলোচনা করে আইনি সংশোধন করা হবে বলে খবর। কিন্তু সমস্যা হল অধিবেশনের 24 ঘন্টা আগেও রাজভবন থেকে এসে পৌঁছয়নি এই অধিবেশনের প্রয়োজনীয় অনুমতি। যদিও তা নিয়ে চিন্তিত নয় খোদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ও ৷ একদিকে বিধানসভার অধ্যক্ষ সাফ জানিয়েছেন ইতিমধ্য়েই বিধানসভার অধিবেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে ৷ অন্যদিকে রাজ্যের পরিষদীয়মন্ত্রী জানান, এক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজনই নেই ৷ সুতরাং রাজ্যপাল অনুমতি না দিলেও সোমবার বিশেষ অধিবেশন বসছে বিধানসভায় ৷
এই অধিবেশনে যদি অর্থনৈতিক বিষয়ে আলোচনা না হতো তাহলে আলাদা করে রাজভবনের অনুমতির প্রয়োজন ছিল না। কারণ শেষ অধিবেশন মুলতুবি না করে তা স্থগিত করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিষয়টির সঙ্গে অর্থনৈতিক বিষয় জড়িত রয়েছে তাই রাজভবনের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এই অবস্থাতে রাজভবনের থেকে অধিবেশনের জন্য প্রয়োজনীয় অনুমোদন এদিন বিকেল তিনটে পর্যন্ত দেওয়া হয়নি বলে খবর। ফলে এই অধিবেশন নিয়েও রাজভবন এবং সরকার তথা বিধানসভার মধ্যে এর সংঘাতের আবহ তৈরি হয়েছে।
এদিন সন্ধ্যায় অবশ্য রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, "আগামিকাল বিধানসভা বসছে ৷ অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ বিধানসভা স্থগিত রয়েছে, তা ভাঙা হয়নি ৷ কিন্তু যে বিল পাশ হবে বিধানসভায় তাতে রাজ্যপাল সই না করলে তা পাশ হবে না, এটুকু বলতে পারি ৷ কিন্তু অধিবেশন হচ্ছে ৷ সব সদস্যদের জানিয়েও দেওয়া হয়েছে অধিবেশন বসবে ৷ সাধারণত সব ব্য়াপারেই রাজ্যপালকে পাঠানো হয় অনুমতির জন্য ৷ তাঁর প্রয়োজনীয় অনুমোদন লাগে ৷ কিন্ত সেটা সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয় ৷ বিল পাশ হোক বা না হোক বিধানসভা হচ্ছে ৷"