কলকাতা, 9 জানুয়ারি:বায়ু দূষণের কারণগুলির মধ্যে অন্যতম ফুটপাতের পাশে কাঠ কয়লা উনুন । এই কাঠ কয়লার উনুন ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয় ৷ তার অংশ হিসাবেই কয়েক বছর আগে গ্যাসের ওভেন বিলি করা হয়েছিল ব্যবসায়ীদের মধ্যে। কয়েক মাস সেই গ্যাস ব্যবহার করেন ব্যবসায়ীরা । কিন্তু তারপরে যেই কে সেই ৷ ফের কাঠ কয়লার উনুন ব্যবহার শুরু করে দিয়েছেন ফুটপাতে ব্যবসা করা দোকানদাররা ।
কিন্তু কেন আবার কাঠ কয়লা উনুনে রান্না করছে ব্যবসায়ীরা ?
এ ব্যাপারে পরিবেশ দফতরের (Environment Department) কর্তাদের বক্তব্য, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে ফুটপাতের অনেক দোকানদারই ওভেন ব্যবহার করতে নারাজ । তারা কাঠ কয়লার উনুন ব্যবহার করছে ৷ সেক্ষেত্রে তারা আইনগতভাবে বা অন্য যেকোনওভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে । তবে সেটা তারা না করে, বাধ্য হয়ে বিকল্প উনুনের সন্ধান করেছে পরিবেশ দফতর । পরিবেশমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া বলেন, "ব্যবসায়ীদের দোষ দিয়ে কী লাভ বলুন । প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন কীসের জন্য লাফিয়ে লাফিয়ে গ্যাসের দাম বাড়ছে । আমরা ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করতে পারি না । তাই বিকল্প পথ বার করতে হয়েছে ।"