কলকাতা, 26 এপ্রিল: পূর্ব কলকাতা জলাভূমি এলাকার জমি কেনাবেচা নিষিদ্ধ । তারপরও নানা ভাবে ওই এলাকার জমি কেনাবেচা চলছে । ক্রেতারা নানা ভাবে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ । প্রশাসন থেকে বারবার সতর্ক করলেও জমি কেনাবেচা রোধ করা যাচ্ছে না । তাই, রাজ্যের পরিবেশ দফতর এই এলাকার জমি কেনার আগে ক্রেতাদের সতর্ক করতে উদ্যোগী হয়েছে ।
এই নিয়ে পরিবেশমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, "প্রাথমিকভাবে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (ইকেডব্লিউএমএ), রাজ্যের পরিবেশ দফতরের তত্ত্বাবধানে পপ-আপ বার্তার ব্যবস্থা করেছে । এই পপ-আপ বার্তা আইজি রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে । আইজি রেজিস্ট্রেশনের পোর্টালে কেউ জমির জন্য রেজিস্ট্রেশন করতে গেলেই সঙ্গে সঙ্গে পপ-আপ বার্তায় জমি কেনাবেচা নিষিদ্ধর বিষয়টি জানাবে ।"
রাজ্যের পরিবেশ দফতরের দাবি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে সব ধরনের নির্মাণ কার্যকলাপ নিষিদ্ধ । কিন্তু, তারপরও বিশেষ করে বয়স্ক নাগরিকরা ইকেডব্লিউ এলাকায় কম দামের প্রলোভনে জমি কিনেছেন । এই অঞ্চলে নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ রয়েছে । ফলে, পরবর্তীতে নির্মাণ কার্যক্রমের শুরুতেই আইনি বিপাকে পড়েন তাঁরা । তাই, সতর্ক করতেই এই উদ্যোগ ।