কলকাতা, 27 মার্চ: কথায় আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। এবার সেই পদ্ধতি অবলম্বন করতে উদ্যোগী রাজ্য পরিবেশ দফতরও। ব্যাকটেরিয়া মারতে আর এক ব্যাকটেরিয়াকেই কাজে লাগাতে চাইছে পরিবেশ দফতর (WBPCB used Bacteria to Kill Bacteria)। ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়া নিধনে 'আইআইএসইআর' (IISER)-র সুপারিশ মেনে পরীক্ষামূলক পর্বে দারুণ সাড়া মিলেছে বলেই দাবি পরিবেশ দফতরের। রাজ্যের পরিবেশ বিভাগের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান এবং সেপটিক ট্যাঙ্কগুলিতে, মারণ ব্যাকটেরিয়া ফিকাল কলিফর্ম ছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দফতরের প্রতিনিধিরা সেই ট্যাংকে নতুন এক ব্যাকটেরিয়া ফেলে দেন । পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ওই ব্যাকটেরিয়াগুলো ট্যাংকের ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া খেয়ে শেষ করে ফেলেছে ।
রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভূইয়াঁ বলেন, "পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (ডব্লিউবিপিসিবি) অফিসে ফায়ার ফাইটিং রিজার্ভার রয়েছে ৷ আমরা গত 8 ডিসেম্বর, 2022-এ মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম চার্জ করেছি । যখন মোট ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 9 লাখের বেশি। 11 জানুয়ারী, 2023-এ এটি 2400-এ নেমে এসেছে এবং 16 মার্চ এটি আরও 1400-এ নেমে এসেছে। এটি জাদুর মতো কাজ করেছে । এখন আমরা এটিকে সেপটিক ট্যাঙ্কে এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টেও প্রয়োগ করেছি। সেখানেও ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক হয়েছে।"