কলকাতা, 5 জুন: রাজ্যের সার্বিক বায়ু দূষণ রোধে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য পরিবেশ দফতর। তারপরও কিছু নির্দিষ্ট শহরাঞ্চলে বায়ু দূষণের মাত্রা কমানো সম্ভব হচ্ছে না। অথচ ওই সমস্ত এলাকার দূষণের উৎস এবং তা নিয়ন্ত্রণের জন্য সব রকম ব্যবস্থা আছে। কিন্তু এত কিছু করেও কেন দূষণ বোধ করা যাচ্ছে না তা জানতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য পরিবেশ দফতর।
রাজ্যের নন অ্যাসাইনমেন্ট শহরগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে বলে সোমবার জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কর্মসূচির মাঝে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, "রাজ্যের নন অ্যাসাইনমেন্ট শহরগুলিতে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সন্ধ্যার পর বাতাসে দূষণের মাত্রা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আমাদের কাছে অভিযোগ আসছে যে, সন্ধ্যার পরে ওই সমস্ত শিল্প সংস্থাগুলি তাদের দূষণ নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্র রাখা রয়েছে তা খুলে দিচ্ছে।" যার জেরে মাঝরাতে কিংবা ভোরে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে দৃশ্যমানতাও কমে যাচ্ছে বলে জানান মন্ত্রী ৷ এর ফলে ওই সমস্ত এলাকার শিল্পাঞ্চলগুলিতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ৷