পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sound Pollution: নিউ ইয়ার সেলিব্রেশনে শব্দদূষণ রোধে কড়া নির্দেশিকা রাজ্যের - Sound Pollution

নিউ ইয়ার সেলিব্রেশনে (New Year Celebrations) শব্দদূষণ রোধে (Sound Pollution) কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবেশ দফতর (WBPCB)৷ এ ব্যাপারে ডিএম ও এসপিদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানালেন পরিবেশ মন্ত্রী মানস ভুইয়াঁ ৷

WBPCB ETV Bharat
মানস ভুইয়াঁ

By

Published : Dec 29, 2022, 1:21 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: চলতি বছরের শেষ ও নতুন বছরের সূচনায় (New Year Celebrations) শব্দদূষণ রোধে কঠোর নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবেশ দফতর (Guideline to Prevent Sound Pollution)৷ সব জেলার জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভুইয়াঁ বলেছেন, বর্ষবরণ উদযাপনের সময় অনুমতিযোগ্য সীমার বাইরে শব্দবাজি (Sound Pollution) যাতে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করার জন্য ডিএম, এসপি এবং কমিশনারেটদের বাজপাখির মতো নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সচিব (WBPCB) রাজেশ কুমার এ বিষয়ে একটি কড়া চিঠি লিখেছেন । যাতে সাউন্ড সিস্টেম সরবরাহের সঙ্গে যুক্ত 25,000 এজেন্সির তালিকা পুলিশ স্টেশনগুলিকে দেওয়া হয় । সেই তালিকা ধরে ডিজে মিউজিকের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে ।

মন্ত্রী মানস ভুইয়াঁ আরও বলেন, “আমাদের কাজ হল প্রশাসনকে সতর্ক করা এবং তাদের কাজ করার জন্য অনুরোধ করা । আমরা আশাবাদী ৷ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক চেষ্টা করা উচিত, যাতে বৃহৎ জনগণের একটি অংশের উদযাপনের ফলে বয়স্ক বা রোগে আক্রান্তদের ভোগান্তি না হয় । অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর । 180034523390 (টোল ফ্রি) এবং 033 23358212 নম্বর-সহ একটি কন্ট্রোল রুম 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে চালু থাকবে । যাতে নির্বিচারে শব্দদূষণ হলে সে সম্পর্কে অভিযোগ দায়ের করা যায় ।"

আরও পড়ুন:শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যে বসছে 2000-এর বেশি সাউন্ড মনিটরিং ইউনিট

মন্ত্রী আরও বলেন যে, গত 24 ডিসেম্বর রাত 10টা থেকে 25 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত শব্দদূষণ পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে, বাণিজ্যিক অঞ্চলে শব্দের মাত্রা ছিল 56.80 ডেসিবল । যা আমাদের 55-এর মানের থেকে সামান্য বেশি । আবাসিক অঞ্চলের ক্ষেত্রে শব্দের মাত্রা ছিল 52 । স্ট্যান্ডার্ড মাত্রা 45 এর থেকে কিছুটা বেশি ৷ শিল্পাঞ্চলে এটি ছিল 49.50, যা স্ট্যান্ডার্ড মাত্রা 70-এর থেকে অনেকটাই কম । আর নীরবতা অঞ্চলে এটি 40-এর স্ট্যান্ডার্ড মান থেকে কিছুটা বেশি ছিল (47.16)।

মন্ত্রী আরও জানান যে, চলতি বছরে ডব্লিউবিপিসিবি 5,581টি স্পট চিহ্নিত করেছে, যেখানে আগুন জ্বালানো হয়েছে । নানা সামগ্রী পোড়ানোয় দূষণ ছড়িয়েছে । তার মধ্যে 1,444টি ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে । বাকি স্পটগুলিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details