কলকাতা, 26 মার্চ: রাজ্য জুড়ে সবুজ বাজি প্রস্তুতকারকদের উৎপাদন লাইসেন্স এবং বাণিজ্য লাইসেন্স প্রদানের প্রক্রিয়াটি দ্রুত করার প্রচেষ্টায় রয়েছে সরকার । রাজ্যের পরিবেশ বিভাগ মার্চ মাসের 31 তারিখ রাজ্য ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে (Meeting on Green Crackers) । রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "আমরা সেইসব নির্মাতাদের এগিয়ে আসার জন্য একটি সমন্বিত এক উইন্ডো সিস্টেম তৈরি করতে চাই । যারা ইতিমধ্যেই নীরি (NEERI) থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছে । আমি আমার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সবুজ বাজি নির্মাতাদের মুখোমুখি হওয়ার কথা বলেছি । কোথায় সমস্যা রয়েছে তা খুঁজে বের করা, প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিয়ে সশস্ত্র হতে বলেছি । যাতে দ্রুত সমস্যার সমাধান ঘটানো যায় ।"
জানা গিয়েছে, মানস ভূঁইয়া ইতিমধ্যে রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন । অতিরিক্ত মুখ্য সচিব এবং ডিজি (ফায়ার)-সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন । ওই বৈঠকে মন্ত্রী ও তাঁর বিভাগের প্রধান সচিব রোশনি সেন এবং অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন । পরিবেশ বিভাগ রাজ্যের মধ্যে আরও সবুজ পটকা তৈরির সুবিধার্থে পশ্চিমবঙ্গতেই সবুজ বাজির জন্য একটি ক্লাস্টার স্থাপনের পরিকল্পনা করছে । যাতে তামিলনাড়ুর শিবাকাসি থেকে সবুজ বাজির আমদানি কমানো যায় । রাজ্য পরিবেশ দফতরের এক অধিকারিক বলেন, "রাজ্যে অনেক দরিদ্র বাজি প্রস্তুতকারক রয়েছে । তাদের কাছে ততটা জায়গা নেই (ভূমি) যতটা সবুজ বাজি তৈরির জন্য প্রয়োজন । তাই আমরা ক্লাস্টার ভিত্তিক পন্থা অবলম্বন করার পরিকল্পনা নিয়েছি । যাতে ওই দরিদ্র নির্মাতাদের সাধারণ স্থান দেওয়া যায় ।"