কলকাতা, 23 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে স্থগিত করা হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা । চলতি বছরের 11 ও 12 এপ্রিল এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু আজ বিজ্ঞপ্তি জারি করে প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার কথা জানায় রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড ।
কোরোনার জেরে স্থগিত প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা - Presidency University
চলতি বছরের 11 ও 12 এপ্রিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু আজ বিজ্ঞপ্তি জারি করে প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার কথা জানায় রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড ।
প্রতিবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে থাকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । এবছরও রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয় নির্দিষ্ট সময়ে । এই বছর 9 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলে অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া । 11 ও 12 এপ্রিল এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু আজ রাজ্য জয়েন্ট প্রবেশিকা বোর্ড বিজ্ঞপ্তি জারি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, COVID-19 প্রতিরোধে রাজ্য সরকারের নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড PUBDET-2020 পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । পরীক্ষার পরিবর্তিত নির্ঘণ্ট নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে ।