পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury: পুনর্নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করুন, কমিশনারকে চিঠি অধীরের - সন্ধ্যায় চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন

পুনর্নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করুন, কমিশনকে চিঠি অধীরের ৷ ভোটের দিনে 18 জন প্রাণ হারিয়েছেন, রি-পোলে তার পুনরাবৃত্তি চাইছেন না তিনি তাও কমিশনারকে চিঠিতে সাফ জানিয়েছেন অধীর ৷

Etv Bharat
কমিশনকে চিঠি অধীরের

By

Published : Jul 9, 2023, 9:28 PM IST

কলকাতা, 9 জুলাই:রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন 18 জন প্রাণ হারিয়েছেন। যার পুনরাবৃত্তি একেবারেই রি-পোলে কাঙ্ক্ষিত নয়। সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যেন অন্তত রি-পোলে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে বলে কমিশনে চিঠি দিল প্রদেশ কংগ্রেস সভাপতি ৷আর তার জেরেই, রবিবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রি-পোলের ক্ষেত্রে প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী মোতায়েন করে ভোট কর্মী এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

এদিন সন্ধ্যায় চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, বিরোধী দলের প্রার্থীরা মূলত যারা কংগ্রেস তারা রাজ্যের শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত ৷ হিংসার শিকার তারকা ৷ সেই সঙ্গে, রাজ্যের পুলিশ ও প্রশাসনের উপর যে তাঁর এতটুকু আস্থা নেই তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী ৷ তিনি লিখেছেন, "আমরা 10 তারিখের পুনর্নির্বাচনের জন্য পোলিং বুথের বিস্তারিত তালিকা চেয়েছি। পশ্চিমবঙ্গ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে, রি-পোলের সময় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং প্রাণহানির ঘটনা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে কমিশনকে ৷"

আরও পড়ুন: সোমবার পুনর্নির্বাচনে প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, রক্ত চায় না কমিশন

একই সঙ্গে, রাজ্য প্রশাসনের উদ্দেশে অধীর জানিয়েছেন, রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব অপরাধের তদন্ত করা এবং অপরাধীদের বিচার করা। তিনি লিখেছেন, "আমি আরও দাবি করছি, ভোট দিতে ইচ্ছুক প্রত্যেক ভোটারের নিরাপত্তা নিশ্চিত করুক কমিশন ৷ তাদের ব্যালট এবং তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। আমরা গতকালের ভোটের সময় আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পতন প্রত্যক্ষ করেছি ৷ যা ছিল রাজ্য নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত এবং কমিশন তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতা ৷ রি-পোলের দিন দয়া করে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ মোতায়েন নিশ্চিত করুন ৷ পুলিশ, সিকিউরিটি পার্সোনাল এবং ওআরটি টিম যারা 8 জুলাই ভোটগ্রহণের সময় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল তারা যেন পুনর্নির্বাচনে থাকে ৷"

ABOUT THE AUTHOR

...view details