কলকাতা, 9 জুলাই:রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন 18 জন প্রাণ হারিয়েছেন। যার পুনরাবৃত্তি একেবারেই রি-পোলে কাঙ্ক্ষিত নয়। সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যেন অন্তত রি-পোলে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে বলে কমিশনে চিঠি দিল প্রদেশ কংগ্রেস সভাপতি ৷আর তার জেরেই, রবিবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রি-পোলের ক্ষেত্রে প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী মোতায়েন করে ভোট কর্মী এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।
এদিন সন্ধ্যায় চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, বিরোধী দলের প্রার্থীরা মূলত যারা কংগ্রেস তারা রাজ্যের শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত ৷ হিংসার শিকার তারকা ৷ সেই সঙ্গে, রাজ্যের পুলিশ ও প্রশাসনের উপর যে তাঁর এতটুকু আস্থা নেই তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী ৷ তিনি লিখেছেন, "আমরা 10 তারিখের পুনর্নির্বাচনের জন্য পোলিং বুথের বিস্তারিত তালিকা চেয়েছি। পশ্চিমবঙ্গ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে, রি-পোলের সময় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং প্রাণহানির ঘটনা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে কমিশনকে ৷"