কলকাতা, 4 জানুয়ারি: বাংলার পর এবার ইংরেজি । 2023 সালে কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair) প্রকাশিত হতে চলছে মুখ্যমন্ত্রীর লেখা কবিতাবিতান-এর ইংরাজি সংস্করণ (English Version of Mamata Banerjees Kabita Bitan) । যদিও গিল্ড সূত্রে খবর, এখনও সমস্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । কিন্তু তৃণমূল অন্দরে এর কাজ অনেকটাই এগিয়েছে (English Version of Kabita Bitan will be released) ।
জানুয়ারি মাসের 31 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা । 46তম এই উৎসবের এবার থিম কান্ট্রি স্পেন । এছাড়াও থাকছে একাধিক চমক । সেই সবকিছু নিয়েই গত মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ । তবে এসবের মাঝে অন্যতম চমক মুখ্যমন্ত্রীর লেখা বই (Kabita Bitan) ।
2020 সালের বইমেলাতে আত্মপ্রকাশ করেছিল মুখ্যমন্ত্রীর লেখা এই কবিতার বই । এবারের বইমেলায় ফের আত্মপ্রকাশ করতে চলেছে 'কবিতাবিতান'। যা ইতিমধ্যেই বাংলা আকাডেমির পুরস্কার প্রাপ্ত । তবে এবার পাঠকরা পাবেন তার ইংরেজি সংস্করণ । তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে । বইমেলাতেই প্রকাশ করার চেষ্টা চলছে । তবে এ বিষয়ে গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না ।"