কলকাতা, 15 জুলাই : কলকাতায় ক্রমশ জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিদিনই নতুন করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোরোনায় আক্রান্তের । এই পরিস্থিতিতে 100 শতাংশ উপস্থিতির যে নির্দেশিকা জারি করেছিল কলকাতা তা শিথিল করার আবেদন জানিয়ে দিল কলকাতা পৌর নিগমের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস এসোসিয়েশন ।
এদিন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়ে একটি ডেপুটেশন জমা দেয় কলকাতা পৌর নিগমের ইঞ্জিনিয়ারদের কর্মীসংগঠন । এই ডেপুটেশনে তারা জানিয়েছে, রাজ্য সরকার 70 শতাংশ কর্মীদের কাজে উপস্থিত থাকার নির্দেশ জারি করেছে । সেইখানে কলকাতা পৌরনিগম 100 শতাংশ কর্মী উপস্থিতি যে নির্দেশিকা জারি করেছে তা পুনর্বিবেচনা করার প্রয়োজন ।
ইঞ্জিনিয়ারদের তরফ থেকে জানান হয়েছে, কলকাতায় বর্তমানে কোরোনা মহামারী চেহারা নিয়েছে । পৌর ইঞ্জিনিয়াররা পথে ঘাটে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পরিষেবা দিচ্ছে । এই পরিস্থিতিতে ইঞ্জিনিয়ারদের সংক্রমণের সম্ভাবনা প্রবল ।
তাছাড়াও এই মুহূর্তে লোকাল ট্রেন বন্ধ এবং রাস্তায় বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় কর্মীদের কাজে আসতে সমস্যা হচ্ছে । 100 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করার ফলে অন্যান্য অসুখে যে সব কর্মীরা ভুগছেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে । এই পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার কর্মীরা কোরোনা আক্রান্ত হতে পারেন । রাজ্য সরকারের মতো 70 শতাংশ উপস্থিতি ধার্য করার দাবি জানান হয় পৌর ইঞ্জিনিয়ার সংগঠনের তরফ থেকে ।
এছাড়াও ডেপুটেশনে বকেয়া পদোন্নতি আটকে রয়েছে সেই সেকথাও জানান হয়েছে । দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং বিভাগের বহু আধিকারিকের ও কর্মীদের পদোন্নতি আটকে রয়েছে । সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান হয়েছে কলকাতা পৌরনিগম মুখ্য প্রশাসকের কাছে ।