পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রিজ দেখভালের জন্য নজরদারি কমিটি তৈরির সিদ্ধান্ত, নিয়োগ হবে ইঞ্জিনিয়র - Engineer will be appointed for the maintenance of the bridges in kolkata

কলকাতায় বিপজ্জনক ব্রিজগুলি দেখভালের জন্য নিয়োগ করা হবে ইঞ্জিনিয়র । হাতে তথ্য আসার পর আর জোড়াতালি দিয়ে ব্রিজগুলি রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন ।

নিয়োগ হবে ইঞ্জিনিয়র

By

Published : Jul 13, 2019, 12:43 AM IST

কলকাতা, 13 জুলাই : আর ঝুঁকি নিতে চায় না রাজ্য । নবান্ন চাইছে না ঘটে যাক আরও একটা পোস্তা কিংবা মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা । তাই এবার শুধুমাত্র রাজ্যের ব্রিজগুলি দেখভালের জন্য তৈরি হচ্ছে বিশেষ সেল । এই সেলে থাকবেন 21 জন ইঞ্জিনিয়র । ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পূর্ত দপ্তরের হাতে রয়েছে 1 হাজার 749টি ব্রিজ । কপালে ভাঁজ ফেলার মতো তথ্য হল, এর মধ্যে 738টিরই হাল খারাপ । 95টির অবস্থা বিপজ্জনক । এই তথ্য হাতে আসার পরই আর জোড়াতালি দিয়ে ব্রিজ রক্ষণাবেক্ষণের ঝুঁকি নিতে চাইছে না নবান্ন । অবিলম্বে বিপজ্জনক ব্রিজগুলি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড়সড় বিপদ । তাই শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতায় ব্রিজ দেখভালের জন্য নিয়োগ হবে ইঞ্জিনিয়র

গত বছর ভেঙে মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয় কয়েকজনের । তার আগে 2016 সালে পোস্তায় সেতু ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয় 27 জনের । আর কয়েকদিন আগেই উল্টোডাঙা উড়ালপুলে দেখা দেয় ফাটল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details