পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লাপাচার কাণ্ডে মমতার মন্ত্রীর ভাইকে এবার দিল্লিতে তলব ইডি'র - Enforcement Directorate

রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা একাধিক বেআইনি আর্থিক লেনদেনের উপর বিশেষভাবে নজর রেখেছেন (Coal Smuggling Case) ।

Etv Bharat
ইডি'র নজরে মমতা-ঘনিষ্ঠ মন্ত্রীর ভাই

By

Published : Nov 3, 2022, 9:47 PM IST

কলকাতা, 3 নভেম্বর: কয়লাপাচার কাণ্ডে এবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আগামী 17 নভেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর (Enforcement Directorate summon Swarup Biswas)। যদিও স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি (Coal Smuggling Case) ।

রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা একাধিক বেআইনি আর্থিক লেনদেনের উপর বিশেষভাবে নজর রেখেছেন । এছাড়াও রাজ্যের একাধিক হেভিওয়েটকে জিজ্ঞাসাবাদ করেও যে তথ্য এখনও পর্যন্ত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোয়েন্দাদের সামনে এসেছে সেই তথ্য বিচার করেই স্বরূপ বিশ্বাসের নাম পাওয়া গিয়েছে । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

স্বরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

আরও পড়ুন: ভাইপোর নাম আসাতেই সিআইডি নিজেই কয়লা তদন্ত বন্ধ করতে চাইল: শুভেন্দু অধিকারী

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার একটি ডায়েরি এবং আর্থিক লেনদেনের একাধিক কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখে এবং লালার বয়ান একাধিকবার রেকর্ড করে তদন্তকারীরা স্বরূপ বিশ্বাসের নাম পেয়েছেন । ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করে কয়লাপাচার কাণ্ডের একাধিক তথ্য জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details