কলকাতা, 8 মার্চ: তদন্তের স্বার্থে ইতিমধ্যেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal ) । বীরভূমের তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে বিস্তারিতভাবে জেরা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । সেখানেই তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে 2014 থেকে 2021, পাঁচ বছর ধরে বীরভূম করিডরের পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই পুলিশের কাজ বকলমে করতেন অনুব্রত মণ্ডল । তাঁকে সাহায্য করতেন তার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন । তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কাজ করতেন (ED claims Anubrata had a nexus with Police-BSF) ।
বীরভূম করিডোর থেকে বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক হয়ে গরুপাচারের পথ মসৃণ করতে গরু পাচারকারীদের কাছ থেকে প্রোটেকশন মানি বাবদ 6 মাস অন্তর 10-15 কোটি টাকা অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে ঢুকেছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, ইতিমধ্যেই সায়গল হোসেনকে জেরা করে 2014-2021 সাল পর্যন্ত বীরভূমের পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা একাধিক পুলিশকর্মী খোঁজ তারা পেয়েছেন । তদন্তকারী সংস্থার অভিযোগ, অনুব্রতর কাছ থেকে সরাসরিভাবে গরুপাচারের টাকা আত্মসাৎ করত ওই পুলিশকর্মীরা । একই সঙ্গে পুলিশের যে নিরাপত্তা দেওয়ার কথা, সেই কাজ বকলমে অনুব্রত ও তাঁর প্রাক্তন দেহরক্ষীকে দিয়ে করানোর অলিখিত অনুমতি দিত (Anubrata Mondal had a nexus with Police-BSF)।