পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriyo Mallick: ইডি'র ম্যারাথন তল্লাশি, জ্যোতিপ্রিয়ের বাড়িতে বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনী

বৃহস্পতিবার ভোরে এক সঙ্গে মন্ত্রীর দুই বাড়ি এবং তাঁর ঘনিষ্টদের বাড়িতেও হানা দেয় ইডি ৷ রেশন দুর্নীতি কাণ্ডে খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগ, সেই মামলাগুলির সঠিক তদন্ত হয়নি ৷ আর তারপরেই এদিন সেই এফআইআর-এর ভিত্তিতেই ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করে ইডি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 9:30 PM IST

Updated : Oct 26, 2023, 11:02 PM IST

কলকাতা, 26 অক্টোবর: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি থেকে চলছে ইডি-র ম্যারাথন তল্লাশি ৷ রাতে মন্ত্রীর বাড়িতে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা ৷ সব মিলিয়ে ইডি'র ম্যারাথন তল্লাশিতে কপালে ভাঁজ তৃণমূল নেতৃত্বের ৷

বৃহস্পতিবার ভোরে এক সঙ্গে মন্ত্রীর দুই বাড়ি এবং তাঁর ঘনিষ্টদের বাড়িতেও হানা দেয় ইডি ৷ রেশন দুর্নীতি কাণ্ডে খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগ, সেই মামলাগুলির সঠিক তদন্ত হয়নি ৷ আর তারপরেই এদিন সেই এফআইআর-এর ভিত্তিতেই ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করে ইডি ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি, আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক বাড়ি-সহ মন্ত্রীর আপ্ত সহায়ক এবং ঘনিষ্টদের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা ৷ কিন্তু এর মধ্যে বেশ কয়েক জায়গায় তল্লাশি শেষ করে বেরিয়ে গেলেও রাত 10টা পর্যন্ত মন্ত্রীর বাড়ি থেকে বেরোল না ইডি ৷ উলটে স্থানীয় থানার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও বাড়ানো হল বনমন্ত্রীর বাড়িতে ৷

এদিন দুপুরের পর বিধাননগর পৌরসভার ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত-সহ একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতা-কর্মীরা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে আসেন । আর তার জেরেই তদন্তে অসুবিধা হচ্ছিল ইডি অধিকারীকদের, এমনটাই অভিযোগ। এরপরই বিধাননগর উত্তর থানার আইসিকে ডেকে পাঠায় ইডি। সল্টলেকে বিসি ব্লকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির বাইরে যাতে কোনও রকম জমায়েত না-হয় তাও থানাকে সাফ জানিয়ে দেয় ইডি।

আরও পড়ুন: বালু মারা গেলে বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ কারণ হিসাবে ইডির দাবি, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিধাননগরের একাধিক তৃণমূল কাউন্সিলর এবং কর্মীরা মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করেছিল ৷ আর তার জেরেই তদন্তকারী আধিকারিকদের তদন্ত করতে গিয়ে বাধা পাচ্ছিলেন, আর সেই কারণে স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় ইডির তরফে ৷ এরপরই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির আশেপাশে বিধাননগরের পুলিশ ফোর্স বাড়ানো হয়। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় মন্ত্রীর বাড়ির রাস্তা ৷ একই সঙ্গে, রাস্তার দুই মুখে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরের লোকজনকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

Last Updated : Oct 26, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details