কলকাতা, 31 অগস্ট: পৌর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার উত্তর ও দক্ষিণ দমদম, পানিহাটি, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ মোট 12টি পৌরসভাকে এবার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভায় এই নোটিশগুলি পৌঁছে দেওয়া হয়েছে । কীভাবে পৌরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে । বিশেষ করে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত নিয়োগের তথ্যই চাওয়া হয়েছে ৷
সল্টলেকে অয়ন শীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি । পরে অয়ন শীলকে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে শুধুমাত্র শিক্ষা দুর্নীতি কাণ্ডে যে নিয়োগ বেআইনিভাবে হয়েছিল, তা নয় । বরং শিক্ষা দুর্নীতির সঙ্গে সমানভাবে দুর্নীতি হয়েছিল ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ একাধিক পৌরসভায় ।
তার পরই আদালতের সামনে বিষয়টি পেশ করা হয় ইডির তরফে ৷ এই নিয়ে সিবিআই ও ইডি তদন্ত করতে নির্দেশ দেয় আদালত ৷ তার পর থেকে দুই কেন্দ্রীয় এজেন্সি এই নিয়ে তদন্ত চালাচ্ছে ৷ বেশ কিছু পৌরসভায় অভিযানও চালান তদন্তকারীরা ৷ এবার রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ দেওয়া হল ৷