পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোজ়ভ্যালিকাণ্ডে ED-র তৎপরতা, শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে লুক আউট নোটিশ

রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ তিনবার শুভ্রাকে নোটিশ পাঠানো হলেও তাঁর তরফ থেকে কোনও উত্তর মেলেনি ৷ তাই এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ ED-র ৷

image
রোজভ্যালি কাণ্ড

By

Published : Nov 29, 2019, 4:26 PM IST

কলকাতা, 29 নভেম্বর : রোজ়ভ্যালিকাণ্ডে ফের তৎপর ED ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র একটি দল 21 নভেম্বর রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে পৌঁছে যায় । যদিও সাউথ সিটিতে শুভ্রা কুণ্ডুর দেখা পায়নি তারা । শুভ্রার পরিচারিকা জানান, শুভ্রা কলকাতায় নেই । কিন্তু কোথায় আছেন তিনি? সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা পাননি ED-র আধিকারিকরা ।

শুভ্রা রোজ়ভ্যালির স্বর্ণবিপণি সংস্থা অদ্রিজার অন্যতম ডিরেক্টর ছিলেন । সেখানে একাধিকবার তল্লাশি চালিয়েছে CBI এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেখান থেকেও উদ্ধার করা হয় প্রচুর নথি । সেই নথি ঘেঁটে দেখা গেছে এই সংস্থা বাজার থেকে 330 কোটি টাকা ঋণ নিয়েছিল ।

তদন্ত চলাকালীন অদ্রিজা থেকে প্রচুর ভাউচার বাজেয়াপ্ত করে ED ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই ভাউচার পরীক্ষা করে দেখা যায় শুভ্রা মূলত অদ্রিজার অর্থের বিষয়টি দেখতেন । তবে পরে অদ্রিজা থেকে পদত্যাগ করেন তিনি । জানা গেছে, শুভ্রা ডিরেক্টর থাকাকালীন অদ্রিজা থেকে অনেক প্রভাবশালীকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল সোনা এবং হীরের গয়না । তার বিনিময়ে কোনও মূল্য নেওয়া হয়নি । সেই সব কিছুরই হিসেবে পেতে চাইছে ED ৷ এর আগেও শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । কিন্তু তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে ED ৷ তাই তাঁকে তলব করা হয় । কিন্তু তিনি সাড়া দেননি ।


তিন বার নোটিশ পাঠানো হয় শুভ্রাকে । কিন্তু তাঁর তরফ থেকে কোনও উত্তর মেলেনি । বাড়িতে গিয়েও পাওয়া যায়নি শুভ্রা কুণ্ডুকে । ED-র কাছে খবর আসে, বিদেশে পালাতে পারেন তিনি । তাই এবার শুভ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ED ।

ABOUT THE AUTHOR

...view details