পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heritage Walk in Raj Bhawan: ঔপনিবেশিকতার অবসান, জনগণের রাজভবনে এবার করা যাবে হেরিটেজ ওয়াক

ঔপনিবেশিকতার অবসান (End of colonialism) ঘটিয়ে রাজভবনকে খুলে দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য ৷ এ বার সেখানে করা যাবে হেরিটেজ ওয়াক (Heritage Walk in Raj Bhawan)৷

Raj Bhawan ETV Bharat
জনগণের রাজভবন

By

Published : Mar 29, 2023, 1:48 PM IST

কলকাতা, 29 মার্চ: জনসাধারণের জন্য উন্মুক্ত করা হল কলকাতার রাজভবন ৷ যা এতদিন সরকারি ভবন হিসেবেই পরিচিত ছিল ৷ চলতি সপ্তাহে তাঁর দুই দিনের বাংলা সফরের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Heritage Walk in Raj Bhawan) এ কথা ঘোষণা করেন । প্রতীকী হিসেবে রাষ্ট্রপতি রাজভবনের চাবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হস্তান্তর করেন ৷

এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, ঐতিহাসিক এই ভবনটি এখন থেকে 'জন রাজ ভবন' বা 'জনগণের রাজভবন' নামে পরিচিত হবে । এই সিদ্ধান্তটি ভবনের সঙ্গে যুক্ত ঔপনিবেশিক মানসিকতাকে ভেঙে ফেলার প্রচেষ্টার একটা অংশ (End of colonialism)৷ এ ছাড়াও সাধারণ মানুষ যাতে এই ভবন প্রত্যক্ষ করতে পারেন সেই অনুমতি দিতেও এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

শিগগিরই ঐতিহ্যবাহী এই ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে । মানুষ শুধু এই ঐতিহাসিক ভবনটি দেখার সুযোগই পাবেন না, তাঁরা ভবনের বিস্তীর্ণ লন ও বাগানে ঘুরে বেড়ানোর সুযোগও পাবে । যাকে বলা হবে হেরিটেজ ওয়াক ৷ রাজভবন হল কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন যা পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অবস্থান ছিল। তিনটি তলা বিশিষ্ট রাজভবনে একটি বড় হল ঘর রয়েছে, যার চারটি দিকে বাঁকা করিডোর, যা বিচ্ছিন্ন চারটি দিকে নিয়ে যায়, যার প্রতিটি একটি পৃথক বাড়ির মতো । ভবনটি ইতিহাসে সমৃদ্ধ এবং এটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান, যা অতীতের ইতিহাসকে তুলে ধরে ৷

রাজভবনের দর্শনার্থীরা এখন নির্দিষ্ট শর্তাবলী সাপেক্ষে ভবনটি দর্শন করতে সক্ষম হবেন । পরিদর্শনের জন্য অনুরোধ করতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই রাজ্যপালের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ স্পষ্টভাবে পরিদর্শনের তারিখ, তার উদ্দেশ্য এবং দলে থাকা ব্যক্তির সংখ্যা উল্লেখ করে জানাতে হবে । বিদেশি নাগরিকদের অনুরোধের সঙ্গে তাঁদের পাসপোর্টের একটি ফটোকপি সংযুক্ত করতে হবে । দর্শনার্থীদের বৈধ সরকারি ফটো আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং বিদেশি দর্শকদের অবশ্যই তাঁদের পাসপোর্টের ফটোকপি ও তাঁদের পরিদর্শনের দিন আসলটি সঙ্গে রাখতে হবে ।

আরও পড়ুন:দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আপ্লুত, বিশ্বভারতীতে বললেন রাষ্ট্রপতি

এই পদক্ষেপের কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজভবনের পরিদর্শনের সময় বেলা 11টা থেকে 12.30 টা পর্যন্ত । দর্শনার্থীদের প্রবেশ রাজভবনের উত্তর গেট দিয়ে হবে, যা টেলিফোন ভবনের মুখোমুখি । দর্শকদের তাঁদের মোবাইল ফোন এবং অন্যান্য মালপত্র সিকিউরিটি চেক পয়েন্টে জমা দিতে হবে এবং ক্যামেরা নেওয়ার অনুমতি দেওয়া হবে না । পরিদর্শক দলে সর্বাধিক 10 জন থাকতে পারে ৷ যদিও স্কুলের শিশুদের পরিদর্শনের ক্ষেত্রে তার ব্যতিক্রম করা যেতে পারে ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজ্যপালের সচিবালয়ের রাজভবন পরিদর্শনের অনুরোধগুলি অনুমোদন বা প্রত্যাখ্যান করার অধিকার থাকবে এবং পরিস্থিতির প্রয়োজনে কোনও কারণ উল্লেখ না করে অনুমতি বাতিল করা হতে পারে । বলা হয়েছে যে, যদিও রাজভবন জনসাধারণের জন্য উন্মুক্ত করা ভবনটির সঙ্গে যুক্ত ঔপনিবেশিক মানসিকতা ভাঙতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি পরিদর্শনের শর্তাবলীকে সম্মান করা এবং সেখানে পরিদর্শনের সময় সঠিক আচরণ করাও গুরুত্বপূর্ণ ।

এর আগে রাষ্ট্রপতি নিজের উদ্যোগে সেকেন্দ্রাবাদে 'রাষ্ট্রপতি নিলয়' সাধারণ মানুষের জন্য খুলে দেন । একইভাবে বাংলার রাজভবনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হল ।

ABOUT THE AUTHOR

...view details