পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এনামুল হকের 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ কলকাতা হাইকোর্টের - এনামুল হককে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্ট

সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এনামুল হকের পাঁচদিন পুলিশ হেপাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নভেম্বরের প্রথম সপ্তাহে গোরু পাচারকাণ্ডে এনামুল হককে দিল্লি থেকে গ্রেপ্তার করে সিবিআই ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Dec 18, 2020, 5:25 PM IST

Updated : Dec 18, 2020, 5:59 PM IST

কলকাতা 18 ডিসেম্বর: গোরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন ৷

ফলে তাকে আবার জেরা করার জন্য আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসতে পারবে সিবিআই । 11 নভেম্বর আসানসোল আদালত তার জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল ৷ এরপর তাকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই ।

গোরু পাচারকাণ্ডে এনামুল হককে নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি থেকে গ্রেপ্তার করে সিবিআই । 9 নভেম্বর তাকে আসানসোল নিয়ে আসা হয় । আসানসোলের বিশেষ আদালত তার জেল হেপাজতের নির্দেশ দেয় । ইতিমধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠালেও তার কোভিড রিপোর্ট পজ়িটিভ আসায় হাজির হয়নি এনামুল । যদিও সিবিআইয়ের অভিযোগ ছিল, হাজিরা এড়াতেই সে নিজেকে কোভিড পজ়িটিভ হিসেবে দেখাতে চাইছিল ।

আরও পড়ুন :-বিএমডব্লিউ চড়ে সিবিআই আদালতে আত্মসমর্পণ এনামুলের

এরপর আজ এনামুল হককে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটির শোনার পর তার পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । অর্থাৎ সিবিআই আসানসোল থেকে এনামুল হককে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করতে পারবে ।

Last Updated : Dec 18, 2020, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details