পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Buddhadeb Guha : প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷

প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ
প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

By

Published : Aug 30, 2021, 6:16 AM IST

Updated : Aug 30, 2021, 8:12 AM IST

কলকাতা, 30 অগস্ট : প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ ৷ বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ গতকাল রাত 11.25 নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল 85 বছর ৷

গত 24 এপ্রিল করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ ৷ সেই সময় কলকাতার একটি হোটেলে নিভৃতবাসে থাকাকালীন তাঁর ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর সাহিত্যিকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয় মৃত্যু সংবাদ গুজব ৷ তিনি ভাল আছেন ৷

করোনাকে জয় করে বাড়ি ফিরলেও বয়সজনিত নানা অসুখের জন্য তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয় ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও মূত্রনালীতে সংক্রমণ, কিডনি ও লিভারেও বেশ কিছু সমস্যা ছিল বলে জানান চিকিৎসকরা ৷ এই অবস্থায় পরীক্ষা করে দেখা হলেও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভই ছিল ৷

আরও পড়ুন :মৃত্যু সংবাদ ভুয়ো, ভাল আছেন বুদ্ধদেব গুহ

Last Updated : Aug 30, 2021, 8:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details