পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনামুক্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ বাড়ি ফিরলেন - করোনামুক্ত বুদ্ধদেব

গত মাসে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ । কিন্তু প্রথমে হাসপাতালে ভর্তি হননি তিনি ৷ কলকাতার একটি হোটেলে কোয়ারান্টিনে ছিলেন । সেখানেই চিকিৎসা চলছিল ৷

Buddhadeb Guha
Buddhadeb Guha

By

Published : May 28, 2021, 6:14 PM IST

কলকাতা, 28 মে : এই বছরই করোনার কারণে বাংলা হারিয়েছে কবি শঙ্খ ঘোষকে । আশঙ্কা ছিল বাংলার আরও এক কৃতি সন্তান এবং সাহিত্যিক বুদ্ধদেব গুহকে নিয়েও । কিন্তু সব আশঙ্কা অমূলক প্রমাণ করে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব গুহ ৷ বর্তমানে সম্পূর্ণ সুস্থ 84 বছরের এই প্রবীণ সাহিত্যিক । করোনা আক্রান্ত হওয়ার পর বলেছিলেন, "আমি এখনই ফুরোব না ৷" অনুরাগীদের দেওয়া কথা রাখলেন তিনি ।

গত মাসে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ । কিন্তু প্রথমে হাসপাতালে ভর্তি হননি তিনি ৷ কলকাতার একটি হোটেলে কোয়ারান্টিনে ছিলেন । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল ৷ শ্বাসকষ্ট শুরু হলে বাধ্য হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন । এরপর টানা 33 দিন হাসপাতালে চিকিৎসা চলেছে এই প্রবীণ সাহিত্যিকের । বৃহস্পতিবার রাতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাধুকরী বা কোজাগরের মতো উপন্যাসের লেখক ।

আরও পড়ুন : যাঁদের দুয়ার নেই, তাঁদের কী হবে, দুয়ারে ত্রাণকে কটাক্ষ দিলীপের

সাহিত্যিকের সঙ্গে করোনা আক্রান্ত হন তাঁর কন্যা এবং গাড়ির চালক । তাঁরা দুজনই এখন করোনামুক্ত । সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি ৷ বুদ্ধদেব গুহর সুস্থতার খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলার সাহিত্যিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details