কলকাতা, ২১ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে । এই ইশুতে আজ অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল । তিনি বলেন, "রাজ্যের শিক্ষাক্ষেত্রে কার্যত জরুরি অবস্থা জারি হয়েছে । " সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁর প্রশ্ন, "আচার্যের অনুমতি না নিয়ে এই ধরনের সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিল নিতে পারে কি ?" রাজ্যপালের অভিযোগ, রাজনৈতিক চাপেই উপাচার্যকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ।
সমাবর্তনের দিন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রবল ছাত্রবিক্ষোভের মুখে পড়তে পারেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় । সেই আশঙ্কা করেই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করেছে । অনুষ্ঠানে ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হতে পারে আশঙ্কা রয়েছে । ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ, রাজ্যপালের বিভিন্ন কাজকর্ম ও মন্তব্যে গত কয়েক মাসে এটা স্পষ্ট যে, তিনি BJP ও RSS-এর হয়ে কাজ করছেন । সেই সূত্রেই 24 ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানে কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিচ্ছিল কয়েকটি ছাত্রসংগঠন । তাই সিদ্ধান্ত হয়েছে, 24 ডিসেম্বর রাজ্যপালকে ডেকে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান না করে শুধু পড়ুয়াদের ডিগ্রি প্রদান করা হবে ।