কলকাতা, 16 ডিসেম্বর: শনিবার অর্থাৎ, আজ রাত থেকে রবিবার ভোর 4টে পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে দক্ষিণের একাংশে যান চলাচল বন্ধ থাকবে ৷ ফলে বাইপাসের নির্দিষ্ট অংশের মধ্যে যান চলাচল বন্ধ রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ কলকাতা ট্রাফিক গার্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবি থেকে গড়িয়ার দিকে আসতে ঘোষপাড়া মোড়ে ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তাই রাতে 6 ঘণ্টার জন্য বাইপাস হয়ে চলাচলকারী সব গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে ৷
কলকাতা ট্রাফিক গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষপাড়া মোড়ে একটি ফুটওভার ব্রিজ বসানোর কাজ হবে ৷ তার জন্য বাইপাসের দু’দিকে রাস্তায় বিশালাকৃতির বেশ কয়েকটি ক্রেন রাখা থাকবে ঘোষপাড়া মোড়ে ৷ তাই 16 ডিসেম্বর শনিবার রাত 10টা থেকে 17 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত দক্ষিণ কলকাতায় বাইপাসের কিছু অংশে উভয়দিকে যান চলাচল করবে না ৷ তবে, রাতে বাইপাস হয়ে চলাচলকারী যাত্রীবাহি, প্রাইভেট ও বড় পণ্যবাহী সব গাড়ির অভিমুখ নির্দিষ্ট কয়েকটি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে ৷
রুবির দিকে যাওয়া বড় গাড়ি অর্থাৎ, পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে দক্ষিণ পাটুলি মোড় থেকে বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে পাস করানো হবে ৷ সেই গাড়িগুলি রাজা এসসি মল্লিক রোড কানেক্টর হয়ে সুলেখা মোড় থেকে ফের বাইপাসে উঠে রুবির দিকে যেতে পারবে ৷ আবার উত্তর থেকে আসা গড়িয়ামুখী পণ্যবাহী গাড়ি ও বাসগুলিকে অভিষিক্তা মোড় থেকে ডানদিকে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর দিয়ে রাজা এসসি মল্লিক রোড এবং বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর দিয়ে বাইপাসে তুলে দেওয়া হবে ৷