পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Bypoll : ইভিএম আর ভিভিপ্যাট পরীক্ষা নির্বাচন কমিশনের, রাজ্যে উপনির্বাচনের ইঙ্গিত ? - নির্বাচন কমিশন

উপনির্বাচন হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ অথচ তার আগেই ইভিএম আর ভিভিপ্যাট পরীক্ষার তোড়জোড় শুরু করল নির্বাচন কমিশন ৷

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

By

Published : Aug 3, 2021, 4:26 PM IST

কলকাতা, 3 অগস্ট : পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিনক্ষণের ঘোষণা হয়নি ৷ তবে উপনির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission) । আগামিকাল থেকে খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPat) পরীক্ষার প্রক্রিয়া শুরু হতে চলেছে । চলবে 6 অগস্ট পর্যন্ত ।

বারাকপুরের অ্যাডমিনিস্ট্রেটের সেন্ট্রাল হলে (Barrackpore Administrator Central Hall) ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPat) পরীক্ষার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে । প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলের দু'জন করে প্রতিনিধি এই কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন । একজন ইভিএম, ভিভিপ্যাট পরীক্ষা কীভাবে হচ্ছে তা দেখবেন, আরেকজন প্রতিনিধি মক পুল প্রক্রিয়া (Mock Pull Process) পর্যবেক্ষণ করবেন । পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও দু‘টি স্থগিত হয়ে যাওয়া কেন্দ্রে ভোট হওয়ার কথা । বিধানসভা কেন্দ্রগুলি হল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ কলকাতার ভবানীপুর, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ।

আরও পড়ুন : NHRC Report : রাজ্যের হিসেবের গরমিল তুলে ধরে নিরপেক্ষ তদন্তের দাবি মানবাধিকার কমিশনের আইনজীবীর

খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিনহা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়ে মারা যান । রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে চলেছেন । নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দেন শোভনদেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াবেন । ইভিএম, ভিভিপ্যাট পরীক্ষা চলাকালীন সমস্ত কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details