পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে বামপ্রার্থীর সভাস্থলে ভাঙচুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের - kolkata

“কোনওভাবেই এটা ট্রেন্ডসেটার না হয়ে যায়। এমন ব্যবস্থা নিন যাতে সেটা দেখা যায়।" কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হল কোচবিহারের ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসারকে।

ceo offc

By

Published : Mar 25, 2019, 2:25 PM IST


কলকাতা, ২৫ মার্চ : “কোনওভাবেই এটা ট্রেন্ডসেটার না হয়ে যায়। এমন ব্যবস্থা নিন যাতে সেটা দেখা যায়।" কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হল কোচবিহারের ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসারকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে।

শনিবার বামপ্রার্থী গোবিন্দ রায়ের সভামঞ্চে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই দিন রাত ন'টা নাগাদ কোচবিহারের দেওচড়াই এলাকার সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পুলিশের সামনে ওই সভা মঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ। বাম কর্মীদেরও মারধর করা হয়। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়। লাইটও খুলে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই ঘটনা নিয়ে ডিসট্রিক্ট ইলেক্টোরাল অফিসারের কাছে অভিযোগ জানান বাম প্রার্থী। সেই সূত্রেই নির্বাচন কমিশনের তরফে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে খবর। কারণ অতীত রেকর্ড বলছে, নির্বাচনের সময় এমন ঘটনা বহুবার ঘটেছে। কোনওভাবেই এই ঘটনা যাতে ট্রেন্ড সেটার না হয়ে দাঁড়ায়, তা দেখতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ওই জেলায় বেশ কিছু ভুল অভিযোগ এসেছে বলেও জানতে পারা যাচ্ছে। ফেক অভিযোগের ক্ষেত্রেও জেলাশাসককে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details