কলকাতা, 25 জানুয়ারি : রাজ্যের একাধিক জায়গায় CAA বিরোধী আন্দোলন চলছে ৷ হাওড়ার পিলখানা ও পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ৷ CAA বিরোধী আন্দোলনের আঁচ পড়তে পারে কলকাতা বইমেলাতেও ৷ এই আশঙ্কা করছে বিধাননগর পুলিশ ৷ সেজন্য বইমেলার নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে তারা ৷ CAA বিরোধী ধরনা বা অবস্থান যাতে বইমেলা চত্বরে না হয়, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা করে এগোতে চাইছে পুলিশ ৷ ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করা গেলে বইমেলা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা ৷
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, চারটিস্তরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে ৷ ডেপুটি কমিশনার পদমর্যাদার কেউ এই নিরাপত্তার দেখভাল করবেন ৷ নজরদারির জন্য থাকবে ছয়টি ওয়াচ টাওয়ার ৷ মেলা চত্বরে 100টি CCTV ক্যামেরা 24 ঘণ্টা নজরদারি চালাবে ৷ বিধাননগর কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক জানান, অন্য বছরের মতো এবারও প্রচুর মানুষ বইমেলায় আসবে বলে আশা করা হচ্ছে ৷ আইন-শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে খেয়াল রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে ৷ বইমেলা চত্বরে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে ৷ সেখানে সবসময় পুলিশ মোতায়েন থাকবে ৷ তাঁরা মেলায় নজরদারি চালাবেন ৷ কোনওরকম অসুবিধে হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবে সাধারণ মানুষ ৷ মেলার বাইরে থাকবে কুইক রেসপন্স টিম ৷
মেলায় আগত মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে বিধাননগর পুলিশ প্রশাসন ৷ উর্দির পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ মোতায়েন থাকবে৷ ইভটিজ়ারদের রুখতে আলাদা করে মহিলা পুলিশ মোতায়েন করা হবে ৷ মেলায় আগতদের সাহায্যের জন্য মেলার বাইরেও মহিলা পুলিশ থাকবে ৷ এছাড়াও VVIP-দের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷