কলকাতা, 9 মে : ভিন রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতে তৎপর রাজ্য সরকার । পরিযায়ী শ্রমিকদের জন্য আটটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । এই আটটি ট্রেনে অন্ততপক্ষে 30 হাজার শ্রমিক ফিরতে পারবেন । ট্রেনগুলি কোথা থেকে কত জন শ্রমিককে নিয়ে কোথায় ফিরবে তার একটা তালিকাও ইতিমধ্যে রেল মন্ত্রককে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার ।
শ্রমিকদের ফেরাতে 8 টি ট্রেন, ফিরতে পারেন আটকে পড়া তীর্থযাত্রীসহ অন্যরাও
সূত্রের খবর, শ্রমিকদের ফেরানোর জন্য 9 , 10 এবং 11 মে তিন দিন ধরে যাতায়াত করবে মোট আটটি ট্রেন । শুধু শ্রমিক নয়, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জলন্ধর, ভেলোর-সহ অন্যান্য রাজ্যগুলি থেকে তীর্থযাত্রী, চিকিৎসার জন্য আটকে পড়া মানুষজনদেরও ফেরানোর ব্যবস্থা করা হবে ।
আজই কোরোনা পরিস্থিতিতে অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি চিঠিতে জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের বাড়ি ফেরাতে কোনওরকম সাহায্য করছে না রাজ্য সরকার । চিঠির পরিপ্রেক্ষিতে এখনও কোনও উত্তর নবান্নের তরফে দেওয়া হয়েছে কি না, তা না জানা গেলেও সূত্রের খবর, ভিন রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতে পদক্ষেপ করেছে সরকার । যেভাবেই হোক রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ।
নবান্ন সূত্রে খবর, শ্রমিকদের ফেরানোর জন্য 9 , 10 এবং 11 মে তিন দিন ধরে যাতায়াত করবে মোট আটটি ট্রেন । শুধু শ্রমিক নয়, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জলন্ধর, ভেলোর-সহ অন্যান্য রাজ্যগুলি থেকে তীর্থযাত্রী, চিকিৎসার জন্য আটকে পড়া মানুষজনদেরও ফেরানোর ব্যবস্থা করা হবে । যাতে রাজ্যে ফিরতে তাঁদের কোনও অসুবিধা না হয় ।
TAGGED:
নবান্ন