কলকাতা, 28 সেপ্টেম্বর: ইতিমধ্যেই জারি হয়েছে রাজ্যের শিক্ষানীতি। তাতে জোর দেওয়া হয়েছে বৃত্তি শিক্ষার উপর। তারপরেই নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, এবার থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা যে কোনও একটি বৃত্তিমূলক বিষয় নিতে পারবে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাধ্যমিক স্তরে পড়াশোনা না করলেও উচ্চমাধ্যমিক স্তরে বিষয়টি নির্বাচন করা যাবে।
মাধ্যমিকে এই বিষয়গুলি না থাকলেও যে কোনও একটিকে ঐচ্ছিক বিষয় হিসাবে বেছে নিতে পারবেন একাদশের ছাত্র-ছাত্রীরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "রাজ্য শিক্ষানীতিকে মান্যতা দিয়েই আমরা এটা চালু করলাম। তবে, সংসদে বহুদিন ধরেই বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়গুলি আগেও ছিল। তবে, এবার থেকে মাধ্যমিক না থাকলেও অপশনাল ইলেকটিভ হিসাবে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা যে কোনও একটা বিষয়কে বেছে নিতে পারবে।"
বৃত্তি শিক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের রাজ্য শিক্ষানীতিতে মূলত বলা হয়েছে, বৃত্তিমূলক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়, তা সুনিশ্চিত করা শিক্ষানীতির মূল লক্ষ্যগুলির মধ্যে অন্যতম। সেদিকে জোর দিতেই নয়া সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। 2023-25 শিক্ষাবর্ষ থেকেই এই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানিয়েছে সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে হেলথ কেয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন-সহ মোট 12টি বৃত্তিমূলক বিষয় রয়েছে।
আরও পড়ুন: নাম নথিভুক্তকরণে আর ব্যবহার হবে না শ্রী-শ্রীমতী, রূপান্তরকামীদের জন্য উচ্চমাধ্যমিক সংসদের নয়া সিদ্ধান্ত
এতদিন কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অধীনস্থ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ছাত্র-ছাত্রীদেরই মাধ্যমিক স্তর পর্যন্ত দেখা যেত। কিন্তু রাজ্যের শিক্ষা নীতি প্রকাশ পাওয়ার পরে বৃত্তিমূলক পড়াশোনা উচ্চ শিক্ষায় আনার পরিকল্পনা চলছিল। তাই উচ্চমাধ্যমিক স্তরে এবার সেই পড়াশোনা করানোর পরিকল্পনা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের পরামর্শে, সংসদ এই পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে।