পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্লাস নাইনের নতুন সিলেবাস আগামী বছর, পর্যালোচনার নির্দেশ মন্ত্রীর - kolkata

ক্লাস নাইনের সিলেবাসের কী কী পর্যালোচনার দরকার, তা দেখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছেন।

partha

By

Published : Mar 4, 2019, 11:29 PM IST

কলকাতা, ৪ মার্চ : ক্লাস নাইনের সিলেবাসের কী কী পর্যালোচনার দরকার, তা দেখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারকে।

অভীকবাবু জানান, ২০২০ সাল থেকে ক্লাশ নাইনের নতুন সিলেবাস কার্যকর হবে। ২০২২ সালে এই নতুন সিলেবাসে মাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা। কিছুদিন আগেই রাজ্যের নথিভূক্ত শিক্ষক সংগঠনগুলির সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকে পাঁচ বছর অন্তর সিলেবাস পর্যালোচনা করার পরামর্শ দেয় শিক্ষক সংগঠনগুলো। তারপরই সিলেবাস কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন পার্থবাবু। আজ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সিলেবাস পর্যালোচনা করতে বলেছেন।

অভীকবাবু বলেন, "গত সপ্তাহে শিক্ষামন্ত্রী আমাকে বলেছেন কতগুলো বিষয় একটু দেখে নিতে। সেই অনুযায়ী সিলেবাসে কী কী পরিবর্তন করা প্রয়োজন তা নিয়ে ওনাকে একটা রিপোর্ট দিতে হবে। আমি কাজ শুরু করে দিয়েছি।"

সাধারণত পাঁচ বছরের আগে সিলেবাসের পরিবর্তন হয় না। অভীকবাবু সেই বিষয়ে বলেন, "এখন যে সিলেবাস চলছে তা ২০১৭ সালে চালু হয়েছিল। সেই অনুযায়ী, ২০২০ সালে ক্লাস নাইনে নতুন পাঠ্যক্রম চালু হলে ২০২২ সালে প্রথম নতুন সিলেবাসে মাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা। "

ABOUT THE AUTHOR

...view details