কলকাতা, ৪ মার্চ : ক্লাস নাইনের সিলেবাসের কী কী পর্যালোচনার দরকার, তা দেখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারকে।
অভীকবাবু জানান, ২০২০ সাল থেকে ক্লাশ নাইনের নতুন সিলেবাস কার্যকর হবে। ২০২২ সালে এই নতুন সিলেবাসে মাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা। কিছুদিন আগেই রাজ্যের নথিভূক্ত শিক্ষক সংগঠনগুলির সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকে পাঁচ বছর অন্তর সিলেবাস পর্যালোচনা করার পরামর্শ দেয় শিক্ষক সংগঠনগুলো। তারপরই সিলেবাস কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন পার্থবাবু। আজ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সিলেবাস পর্যালোচনা করতে বলেছেন।